রাজ্যের খবর

লিলুয়াতে লাইনচ্যুত লোকাল,ব্যাহত হাওড়া বর্ধমান শাখার ট্রেন চলাচল

Train movement of Howrah Burdwan branch disrupted

The Truth Of Bengal: সপ্তাহের  দ্বিতীয় দিনে লোকাল ট্রেন পরিষেবায় বিভ্রাট। আর যার ফলে সমস্যায় পড়তে হয়েছে নিত্য যাত্রীদের। সকাল ৭ টা ৫ মিনিট নাগাদ হাওড়া ডিভিশনের লিলুয়াষ্ট স্টেশনের কাছে  একটু লোকাল ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ে। আর যার ফলে হাওড়া বর্ধমান শাখা ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সূত্রের খবর , আপাতত ভাবে লাইন ধরে ধীরগতিতে ট্রেন এগোলো বেশ কিছুক্ষণ এই ঘটনায় ডাউনলাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে।

এই ঘটনার ফলে হাওড়া বর্ধমান শাখার বিভিন্ন স্টেশনে ট্রেন দাড়িয়ে থাকে । সূত্রের খবর, মঙ্গলবার সকালে শেওড়াফুলি স্টেশন থেকে হাওড়া থেকে একটি ফাঁকা ট্রেন যাচ্ছিল। ওই  লোকাল ট্রেনটি লিলুয়া স্টেশনের কাছে ডাউন মেন লাইন থেকে  রেভার্স লাইনে ওঠার কথা ছিল। আর রিভারস লাইনে ওঠার সময় ঘটে বিপত্তি।

সকাল ৭ বেজে ৫ মিনিট নাগাদ ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। তবে এই ঘটনা জানাজানি হতে ঘটনাস্থলে পৌঁছায় , রেল দফতরের আধিকারিকরা।  তারা ঘটনাস্থলে পৌঁছে জানান ”  ইতিমধ্যে একটি অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। দ্রুততার সাথে সাথে এই পরিস্থিতি স্বাভাবিক করারও চেষ্টা করা হচ্ছে বলে জানাই রেল কর্তৃপক্ষ।

 

Related Articles