রাজ্যের খবর

নববর্ষের প্রথম দিনে মর্মান্তিক পথ দুর্ঘটনা! মৃত দুই

Tragic road accident on the first day of the New Year! Two dead

Truth of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: বছরের প্রথম দিনেই বাস মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুজনের। আশঙ্কা জনক এক। আশঙ্কা জনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে। ঘটনাটি ঘটে কৃষ্ণনগর মাজদিয়া রুটের ভীমপুর থানার কুলগাছি এলাকায়। ঘটনাস্থলে যায় ভীমপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাজদিয়ার থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল একটি যাত্রী বোঝাই বাস। হঠাৎই কুলগাছির কাছে একটি মোটর ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই মোটর ভ্যানে চালকসহ তিন জন ছিল বলে জানা যায়। ঘটনাস্থলে মোটর ভ্যানে থাকা দুজনের মৃত্যু হয় ও অপরজন গুরুতর জখম হয়।তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শক্তিনগর হাসপাতালে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ দুটিকে উদ্ধার করার ব্যবস্থা করে। পাশাপাশি শান্ত করার চেষ্টা করে ক্ষুদ্ধ জনতাকে।

Related Articles