রাজ্যের খবর

পাল্লা দিয়ে ভুতুড়ে ভোটার খোঁজ শাসক ও বিরোধীদের..

TMC and the opposition are looking for fake voters

Truth Of Bengal: মুখ্যমন্ত্রীর নির্দেশর পরেই রাজ্য জুড়ে শুরু হয়েছে ভুতুড়ে ভোটার খোঁজার কাজে। সেই কাজে ব্যস্ত হয়ে পড়েছে শাসক দল। কিন্তু পাল্টা পিছিয়ে নেই বিজেপি ও। আসানসোল শিল্পাঞ্চলে এই ভুতুড়ে ভোটার নিয়ে বিতর্ক যেন অন্য মাত্রা নিচ্ছে।

রবিবার সকালে আসানসোলের হিরাপুর এলাকায় তৃণমূল নেতা অশোক রুদ্র একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি দাবি করেন , উক্ত এলাকার বিজেপি মাইনরিটি মন্ডল প্রেসিডেন্ট নাজমিন সাবিয়ার নাম দু জায়গায় রয়েছে। যদিও নাজমিনের বক্তব্য, তিনি বিয়ে হয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় এসেছেন। ভোটার কার্ড বদলেছে। এবার নাম কাটা হয়েছে না হয়নি সেটা তার দেখার কথা নয়। আবার তৃণমূল নেতা তথা কাউন্সিলর অশোক রুদ্ররও দেখার কথা নয়। দেখবে কমিশন।

আবার এদিনই বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি বিস্ফোরক অভিযোগ করেন। তিনি বলেন,  তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তথা পাণ্ডবেস্বর এর বিধায়ক নরেন চক্রবর্তীর বাবা প্রায় ২ বছর হলো স্বর্গলাভ করেছেন। অথচ এই বছর জানুয়ারি মাসের আপডেট ভোটার লিস্টেও নরেন বাবুর বাবার নাম রয়েছে । রাজ্য জুড়ে ভুতুড়ে ভোটার খোঁজায় শাসক বিরোধী সবাই ব্যাস্ত।

Related Articles