রাজ্যের খবর

এই প্রথমবার বাজারে পাওয়া যাবে বাঁকুড়ার ঐতিহ্যময় পোড়ামাটির রাখি

This is the first time the traditional terracotta rakhis of Bankura will be available in the market

The Truth Of Bengal : বাঁকুড়া : কৈলাস বিশ্বাস : সামনেই রয়েছে ভ্রাতৃত্ববন্ধনের উৎসব রবি ঠাকুরের রাখি বন্ধন। বাজারে প্রতিবছর বিভিন্ন ডিজাইনের রাখি পাওয়া যায়। তবে এবার প্রথম বাঁকুড়া জেলার খোলা বাজার গুলিতে পাওয়া যাবে বাঁকুড়া জেলার ঐতিহ্য পাঁচমুড়ার টেরাকোঠার পোড়ামাটির রাখি। শিল্পীদের দাবি পর্যটক ও পর্যটনের মেলবন্ধন ঘটাতে এবং সম্পূর্ণ পরিবেশ বান্ধব এই রাখি তৈরি করা হয়েছে। খুচরো বাজারের অতি সামান্য মূল্যে ১৫ থেকে ৩০ টাকার মধ্যে এই রাখি পাওয়া যাবে। রাখিতে স্থান দেয়া হয়েছে পাঁচমুড়ার ঘোড়া ছাড়াও বিষ্ণুপুরের টেরাকোঠার তৈরি জোর বাংলো মন্দির, দলমাদল কামান, লালবাগ জলাশয়, রাসমঞ্চ প্রভৃতি। এছাড়াও রয়েছে মুকুটমণিপুরের ক্ষেত্রে নৌকা বিহার, হরিণ পার্ক, জলাশয় প্রভৃতি ছবি ফুটিয়ে তোলা হয়েছে। ইতিমধ্যেই বিষ্ণুপুর শহরে আনা হয়েছে ১০০০ পিস পাঁচমুড়ার টেরাকোটার পোড়ামাটির রাখি।

বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ রাখি দেখে শিল্পীদের প্রশংসা করেছেন। তিনি জানান, “আমরা সকলেই জানি বিষ্ণুপুর টেরাকোটার জন্য বিখ্যাত। তাই বিষ্ণুপুরের পাশেই খাতরা সাব ডিভিশনে পাঁচমুড়ার টেরাকোটার একজন শিল্পী এসেছেন টেরাকোঠার পোড়ামাটির রাখি নিয়ে। যেটা খুবই ভালো লেগেছে। যেহেতু স্বনির্ভর গোষ্ঠীর মহিলা শিল্পীরা এই রাখি তৈরি করছে সেই ক্ষেত্রে অবশ্যই প্রশাসনের পক্ষ থেকে দেখা হবে। যদি তাদের বাজারজাত করার জন্য কোন হেল্প করা যায় মার্কেটিং এর জন্য বা অন্য কোন ডেভেলপমেন্টের জন্য সেটাকে আমরা সাহায্য করবো।”

Related Articles