ভারত বাংলাদেশ সীমান্তে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকায়
There is excitement in the area due to the recovery of dead bodies on the India-Bangladesh border

The Truth Of Bengal: বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মালদা জেলার কালিয়াচক থানার চুরি অনন্তপুরের কেয়ামত টোলা এলাকায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই যুবকের নাম মামুদ মিঞা বয়স (২০) বছর। পরিবারে রয়েছে বাবা ফারুক হোসেন। মামুদরা দুই ভাই মামুদ পরিবারের ছোট। গতকাল রাতে বাড়ি থেকে বেরিয়ে ছিল মামুদ। শুক্রবার সকালে ভারত বাংলাদেশ সীমান্তে চুরি অনন্তপুরে কেয়ামত টোলা এলাকায় ওই যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পরিবারের সদস্যরা। সেখান থেকে তাকে উদ্ধার করে তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
মৃত মামুদ এর পরিবারের এক সদস্য জানায়, “গতকাল রাতে বাড়ি থেকে বেরিয়েছিল মামুদ, এরপর আর বাড়ি ফেরেনি।শুক্রবার সকালে আমরা জানতে পারি ভারত বাংলাদেশ সীমান্তে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। সেইখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। এরপর জরুরি বিভাগে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। আমাদের অনুমান হয়তো পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছে মামুদের।”
FREE ACCESS