মালদায় ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকায়
There is excitement in the area after the recovery of the hanging body in Malda

The Truth Of Bengal : চাঁচল: শনিবার সাতসকালে আমগাছে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে চাঁচল থানার কলিগ্রামে বাস ডিপোর বিপরীতে লাগোয় একটি আমবাগানে। এদিন সকালে প্রাতঃভ্রমণকারীদের নজরে আসে ঝুলন্ত দেহটি। খবর পেয়ে চাঁচল থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সঞ্জয় মহালদার, বয়স ৩৮। পেশায় রাজমিস্ত্রী।পরিবারে রয়েছে স্ত্রী ও দুই পুত্র সন্তান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সঞ্জয়বাবু বছর খানেক আগে দু’জনের শেয়ারে লটারির টিকিটে প্রথম পুরস্কার হিসেবে এক কোটি টাকা পায়।তার মধ্যে লটারির নেশা ছিলই।এরমধ্যে ব্যাঙ্ক থেকে মোটা অঙ্কের ঋণ ছিল। ঋণ পরিশোধের জন্য চাপ দিতে থাকে সংশ্লিষ্ট ব্যাঙ্কের কর্মিরা। একাধিক বার বাড়িতে গিয়েও টাকার দাবি করেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ঋণদায়ে আত্মঘাতী নাকি অন্য কিছু সমস্তটাই খতিয়ে দেখছে পুলিশ।