রাজ্যের খবর

বিকল্প মডেলের বাইক নির্মাণ, নজির গড়লেন বিশ্বভারতীর পড়ুয়া

The student of Visva Bharati set a precedent by building an alternative model of bike

The Truth Of Bengal: বাবার পুরোনো বাইকের ইঞ্জিন, জলের বোতল, প্লাস্টিকের পাইপ, পরীক্ষার বোর্ড দিয়ে বাইক তৈরি করেছেন বিশ্বভারতীর পড়ুয়া। এখন সেই বাইকে চড়েই এলাকা মাত করছেন বিশ্বভারতীর ছাত্র রূপম সরকার। রূপমের নিজস্ব ভাবনায় তৈরি বাইক বীরভূমবাসীর কাছে বিকল্প মডেল হয়ে উঠেছে। বড় হয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা রয়েছে রূপমের।

এ যেন স্বদেশী মডেলের নতুন সংস্করণ।বাতিল জিনিস দিয়েই আস্ত একটি বাইক তৈরি করে ফেলেছেন বিশ্বভারতীর একাদশ শ্রেণির ছাত্র।দেড় মাসের শ্রম আর সাধনার জেরে নয়া মডেলের বাইক তৈরি করেছেন শান্তিনিকেতনের রূপম সরকার। এই ভিন্ন মডেলের বাইক উপহার দিতে তাঁর খরচ হয়েছে ৬ হাজার টাকা। আর রূপমের নতুন কিছু সৃষ্টি করার ইচ্ছে দেখে সহপাঠীরা উচ্ছ্বসিত।বিশ্বভারতীর অধ্যাপকরাও সোশ্যাল মিডিয়ায় এই প্রযুক্তির নতুন সৃষ্টি ফলাও করে প্রচার করা হচ্ছে।আশা করা হচ্ছে যন্ত্র সভ্যতার এই নতুন সংযোজন সবমহলে সাড়া ফেলবে।

বীরভূমের পাড়ুই থানার বাতিকারের বাসিন্দা ইন্দ্রনারায়ণ সরকার। কর্মসূত্রে তিনি বোলপুরের সুরুলে থাকেন৷ তাঁর ছেলে রূপম সরকার বিশ্বভারতীর শিক্ষাসত্রের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র৷ মা মৌসুমী সরকার গৃহবধূ। সদ্য রূপমের বানানো একটি বাইক তাক লাগিয়ে দিয়েছে৷ নতুন মডেলের এই  বাইকটির নাম দেওয়া হয়েছে ‘ভেনম’।  ইতিমধ্যেই তার তৈরি বাইক দেখতে উৎসুক সহপাঠী থেকে শুরু করে প্রতিবেশীরাও৷ সদ্য রূপমের তৈরি বাইকের ছবি স্যোসাল নেটওয়ার্ক সাইট ফেসবুকে পোস্ট করে খুশি প্রকাশ করেছেন বিশ্বভারতীর অধ্যাপিকারা৷ বড় হয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে, জানায় রূপমের।মায়ের ইচ্ছে তাঁর সন্তান যেন বিশ্বজয়ী হতে পারে।ছবিতে নতুন মডেল তৈরি করে গুণধর ছেলে প্রথমে মাকেই দেখায়। একসময় রবীন্দ্রনাথ নিজের হাতে কিছু করার ভাবনা নিয়ে বীরভূমে গড়েছিলেন বিশ্বভারতী।এখন সেই বিশ্বভারতীর পড়ুয়া তাঁর নিজের সৃষ্টিতে তাক লাগাতে চান।

Free Access

Related Articles