রাজ্যের খবর
Trending

রাজ্যে আলু ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

The strike of potato traders in the state has been called off

The Truth Of Bengal,রাহুল চট্টোপাধ্যায়: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে অবিলম্বে আলু ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার করার বিষয়ে আজ হুগলি র হরিপাল পঞ্চায়েত সমিতির মিটিং হলে রাজ্যের কৃষিজ বিপণন দপ্তরের উদ্যোগে।

প্রগতিশীল আলু ব্যবসায়ী সংগঠনের সাথে আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিজ বিপণন মন্ত্রী বেচারাম মান্না, পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায়, সভাপতি জগবন্ধু মন্ডল, কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি সুনীল রানা,প্রাক্তন সভাপতি পতিত পবন দে সহ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা।

এছাড়াও কোলকাতা থেকে ফোন-এ আলোচনায় ছিলেন রাজ্যের সমবায়,পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ কুমার মজুমদার।আলোচনা সভায় সিদ্ধান্ত হয় আজ থেকেই রাজ্যজুড়ে আলু ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার করা হল।আজ রাত থেকেই আলু হিমঘর থেকে বের হতে শুরু করবে। ভবিষ্যতে সংগঠনের সঙ্গে রাজ্য সরকারের সঙ্গে আলোচনার পথ খোলা থাকবে। উল্লেখ্য, বর্ধমানের উত্তরাংশ ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও মুর্শিদাবাদ থেকে একটা বড়ো অংশ রাজ্যের বাইরে আলু সারাবছর ধরেই যায়। আলু ব্যবসায়ী সংগঠনের দাবি ছিল, তাদের ওই আলুগুলি রাজ্যের বাইরে না পাঠানো গেলে ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে এবং অনেক আলু নষ্ট হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে এই বিষয়ে কয়েকদিন পরেই খতিয়ে দেখা হবে।

Related Articles