বিনোদনরাজ্যের খবর
Trending

বিলুপ্তির পথে থিয়েটার, বিকল্প হিসেবে উঠে আসছে শর্ট ফিল্ম…

The short film was officially released from Basirhat in North 24 Parganas district.

The Truth Of Bengal: শুধু শহর কলকাতা নয়। একটা সময় মফস্বলের অনেক এলাকায় বেশ জনপ্রিয় ছিল থিয়েটার। এখন সেই শিল্পে নেমেছে ভাটার টান। প্রায় বিলুপ্তির পথে থিয়েটার। যারা এই পেশার সঙ্গে যুক্ত ছিলেন রুজি রুটিতে টান পড়ায় আজ তারা মাধ্যম বদল করছেন। অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা বিকল্প হিসেবে শর্ট ফিল্ম বানাচ্ছেন।

একটা সময় বড় পর্দার পাশাপাশি সমান গুরুত্ব পেত থিয়েটার। লাইভ অভিনয় দেখার জন্য ভিড় করতেন দর্শকরা। হইহই চলতে থাকা সেইসব থিয়েটার হলে এখন অন্ধকার। দর্শকরা আগ্রহ হারাচ্ছে এই মাধ্যম থেকে। শুধু শহর কলকাতা নয়। একটা সময় মফস্বলের অনেক এলাকায় বেশ জনপ্রিয় ছিল থিয়েটার। এখন সেই শিল্পে নেমেছে ভাটার টান। প্রায় বিলুপ্তির পথে থিয়েটার। যারা এই পেশার সঙ্গে যুক্ত ছিলেন রুজি রুটিতে টান পড়ায় আজ তারা মাধ্যম বদল করছেন। অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা বিকল্প হিসেবে শর্ট ফিল্ম বানাচ্ছেন। প্রযুক্তি অনেক সহজ হয়ে যাওয়ায় গ্রাম তৈরি হচ্ছে শর্ট ফিল্ম। সাধারণ মানুষকে সচেতন করতে মুক্তি পেল ‘অদ্ভুতুড়ে হ্যারিকেন’।

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থেকে আনুষ্ঠানিক ভাবে মুক্তি পেল শর্ট ফিল্মটি। অভিনয় করেছেন থিয়েটারের অভিনেতা-অভিনেত্রীরা। শর্ট ফিল্মটি পরিচালনা করেছেন রাজ চ্যাটার্জি নামে এক থিয়েটার পরিচালক। গ্রামের সাধারণ মানুষ ভূত-পেত্নী নিয়ে ভয় পান। আতঙ্কিত হন। শর্ট ফিল্মটি মূলত সাধারণ মানুষকে সচেতন করতেই বানিয়েছেন তারা। এই শর্ট ফিল্ম-এর সমস্ত শুটিং হয়েছে বসিরহাটের একটি প্রত্যন্ত গ্রামে। অভিনেতা-অভিনেত্রী এবং পরিচালক প্রযোজক সকলেই একটা সময় থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন।

একটা সময় দেখা যেত থিয়েটারের অভিনয় দেখতে সাধারণ মানুষ একেবারে অধীর আগ্রহে অপেক্ষা করতেন। থিয়েটার মুক্তি পেলেই দর্শকরা ভিড় করতেন। কিন্তু, স্মার্ট ফোনের জন্য এই শিল্পের কদর কমেছে। তাই থিয়েটারের সঙ্গে যুক্তরা বাধ্য হয়ে ডিজিটাল মাধ্যমে যুক্ত হচ্ছেন। বানাচ্ছেন শর্ট ফিল্ম। তবে আর কি কোনওদিন ফিরবে না আগের দিন? সেই উত্তরের খোঁজে শিল্পী ও কলাকুশলীরা।

Free Access

Related Articles