
The Truth of Bengal: চুঁচুড়া পৌর এলাকার পাঁচ নম্বর ওয়ার্ডের কৈলাস নগর এলাকায় পুকুর ভরাট হচ্ছে, এই শোনা মাত্র রুদ্র রূপ ধারণ করলেন বিধায়ক অসিত মজুমদার। এদিন স্থানীয় মানুষদের কাছ থেকে অভিযোগ পেয়ে অসিতবাবু ঘটনাস্থলে আসেন এসে দেখেন যে একটি পুকুর প্রায় অর্ধেকটা বুঝিয়ে ফেলা হয়েছে। এবং ভরাটের কাজ চলছে। এরপরই অসিত বাবু জমির মালিক এবং যে ডেভলপার এই কাজগুলো করছে তাদের ডেকে পাঠান।
তাদের কাছ থেকে জানতে চান যে পুকুর ভরাট করার কোনো লিগ্যাল পারমিশন আছে কিনা অসিতবাবুর কথায় তারা কিন্তু কোন উত্তর দিতে পারিনি ,তারপরেই ডেভলপার সহ জমির মালিককে স্থানীয় চুঁচুড়া থানায় নিয়ে যায় পুলিশ। তিনি জানান যে এদিন হুগলির ডিএম, বিএল আরও, এডিএম সহ অন্যান্য আধিকারিকদের ডেকে পাঠাই তারা ঘটনাস্থলে আসেন। আমি তাদের বলেছি যদি কোন রকম বেআইনি কাজ হয় তার বিরুদ্ধে ইমিডিয়েট অ্যাকশন নেবেন। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন যে পুকুরের পাশে দেখা যাচ্ছে যে বেশ কয়েকটি বাড়ি হয়ে গেছে এবং এখানকার যিনি কাউন্সিলর তারও বাড়ি হয়েছে।
তার উত্তরে বিধায়ক জানান যে এই কাজ আমার দেখার নয়, এ কাজটা দেখবেন বি এল আরও এবং তিনি আসছেন যদি মেপে দেখা যায় ভরাট জমির মধ্যে এই বাড়িগুলো হয়েছে তাহলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে তার পিতাও যদি এই কাজটি করতেন তাকেও ছাড় দেয়া হতো না। বিধায়ক জানান যতদিন তিনি বিধায়ক থাকবেন আমাদের তৃণমূল সরকার থাকবে ততদিন চুঁচুড়া বিধানসভা এলাকায় কোনোরকম অনৈতিক কাজ আমি করতে দেব না। পরিবেশ দূষণ হতে দেব না। এবং গাছ কাটা এবং পুকুর ভরাটের মতন যারাই কাজ করবেন তাদের বিরুদ্ধেই একশন নেয়া হবে। বিধায়কের এই প্রশংসনীয় উদ্যোগকে এলাকার মানুষজন সাধুবাদ জানিয়েছেন।