রাজ্যের খবর

মোটরসাইকেল চোরকে গণধোলায় এলাকাবাসীর

The locals beat up the motorcycle thief

The Truth Of Bengal,শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: একেবারে ফিল্মি কায়দায় চোরকে হাতেনাতে ধরে গণধোলাই দিল গ্রামবাসী। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের। সোমবার বেলা দশটা নাগাদ একটি মোটরসাইকেল কে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল এক যুবক মোটর সাইকেল চোরকে, হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে, পেছন দিয়ে হাত বাঁধা অবস্থায় রাস্তায় হাঁটিয়ে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী।

রাজকুমার খামরুই নামে এক ব্যক্তির মোটর বাইকটি কয়েকদিন আগে চুরি হয়ে যায়, এই নিয়ে চন্দ্রকোনা থানায় অভিযোগ দায়ের করে রাজকুমার বাবু। অবশেষে, আজ সকাল নাগাদ এলাকার মানুষজন ওই মোটর সাইকেল চোরকে হাতেনাতে ধরে ফেলে। ধৃত যুবকের নাম দুলাল জমাদার, বাড়ি গড়বেতার রসকুণ্ডু এলাকার।

ইতিমধ্যেই তাকে চন্দ্রকোনা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। এই চোরের সাথে আরো যে মোটরসাইকেল চুরি হয়েছে তার কোন লিংক রয়েছে কিনা সে বিষয়েও জিজ্ঞাসাবাদ করবেন বলেও জানা গিয়েছে। মোটরসাইকেল চুরি হওয়াতে কার্যত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Related Articles