রাজ্যের খবর

আশার আলো দেখল গ্রাম, রাজনীতির উধের্ব উন্নয়নের আলো

Village development

The Truth of Bengal: উদ্বৃত্ত বিদ্যুত উত্পাদনের পাশাপাশি,গ্রামীন এলাকায় বিদ্যুত বন্টনে সমান গুরুত্ব দিচ্ছে প্রশাসন।রাজনীতির উর্ধ্বে উঠে সবার ঘরে আলো জ্বালানোর কাজ কথামতো যে রাজ্য সরকার করছে তার আরও উদাহরণ মিলল। ৪০বছর পর বিনাপয়সায় বিদ্যুত পেল তারকেশ্বরের গৌরীবাটির বাসিন্দারা। আঁধার ঘুচলো এই শহর সংলগ্ন গাঁয়ের। তারকেশ্বরের সন্তোষপুর পঞ্চায়েতের অধীনে রয়েছে এই গৌরীবাটি গ্রাম। যেখানে দীর্ঘ ৪০বছর কোনরকম বিদ্যুত মেলেনি। অভিযোগ,রাজনৈতিক উ্দ্দেশ্যে বঞ্চিত করা হয় এই পিছিয়ে থাকা গ্রামটিকে।এখন বর্তমান প্রশাসন কথামতো উন্নয়নের আলো ভরিয়ে দিল বলে মনে করছেন গ্রামবাসীরা।

তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত ও গ্রামসদস্য বিশ্বজিত দাস,দীর্ঘদিন ধরেই এই গ্রামে আলো জ্বালানোর উদ্যোগ নেয়।এখন বাস্তবে তা রূপায়ণ হওয়ায় আঁধার ঘুচে গ্রামের রূপ বদলে যাচ্ছে বলে মনে করছেন দলমত নির্বিশেষে মানুষ।তাই তাঁরা এখন সাধুবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছেন না।

দেখা যায়,সর্বভারতীয় ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদনে প্রথম স্থান পেয়েছে পুরুলিয়া জেলার সাঁওতালডি বিদ্যুতকেন্দ্র।আর প্রথম দশে আছে বক্রেশ্বর।সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটির নির্দেশ মতো সুলভে বিদ্যুত পৌঁছে দেওয়ার কাজেও আগ্রহী রাজ্য সরকার।যারজন্য রাজ্যের অধিকাংশ গ্রামেই বিনামূল্যে বিদ্যুত  বন্টনের কাজেও গতি আসছে।ভোটের দিকে না তাকিয়ে গ্রামের ভোলবদলের এই ভাবনার তারিফ করছেন রাজনীতি নিরপেক্ষ মানুষ।

Related Articles