বীরভূমের সিউড়ির ঐতিহ্য বামদেব কালী বিসর্জনের আকর্ষণীয় হেয়ার কাটিং
The hair cutting of Bamdev Kali Bissarjan, a tradition of Siuri in Birbhum, is interesting

Truth of Bengal: সিউড়ির ১০ নম্বর ওয়ার্ডের বামদেব ক্লাবের বিসর্জনের প্রধান আকর্ষণ হল তাদের সদস্যদের অদ্ভুত হেয়ার কাটিং। বিসর্জনের শোভাযাত্রায় দেখা যায় রং-বেরংয়ের হেয়ার কাটিং। তবে সব থেকে বেশি নজর কাড়ে বিভিন্ন হেয়ার স্টাইল। আট থেকে আশি সবার চুলেই অদ্ভুত শেপ। কারও চুলের কাটিং গিরিগিটির মতো, কারও আবার চুল দেখে মনে হবে মাথায় ধান গাছ রোপণ করা হয়েছে। কারও চুলের রং বারগেন্ডি, কারও টকটকে লাল, সবুজ, নীল রংও দেখা যায়। থাকে ইন্সাটাগ্রামের মডেলদের বিভিন্ন চুলের শেপও। আর প্রতিবছরই এই নানা ধরনের হেয়ার কাটিং দেখার জন্য বামদেব ক্লাবের বিসর্জনের শোভাযাত্রা দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকে সবাই।
এই শোভাযাত্রা দেখার জন্য ভিড় জমে যায় সিউড়ির বিভিন্ন রাস্তাতে। সিউড়ির লালকুঠি পাড়া, মসজিদ মোড় হয়ে সিউড়ি বাস স্ট্যান্ড-সহ একাধিক এলাকার রাস্তা দিয়ে এই প্রশাসন যায়। গোটা পথ জুড়েই ছবি তোলার জন্য মোবাইলের ক্যামেরা নিয়ে প্রস্তুত থাকে উৎসাহী জনতা। চলে দেদার সেলফি তোলাও। ভিড় সামলাতে প্রশাসনের পক্ষ থেকে থাকে কড়া নিরাপত্তা।
ক্লাব সদস্যরা জানান, প্রতিবছর নিরঞ্জনের বিভিন্ন বাদ্যযন্ত্র থাকলেও তাদের মূল ভাবনায় থাকে চুল এবং পোশাকের কাটিং ও ডিজাইন। সিউড়ির একটি সেলুনে বিসর্জনের আগের দিন রাত জেগে তাঁরা বিভিন্ন রকমারি চুলের কাটিং করে থাকে। এক একটি চুলের কাটিং করতে খরচ হয় দুই থেকে তিন হাজার টাকা।