সবজির অগ্নিমূল্য, কাল বৈঠক মুখ্যমন্ত্রীর
The fire price of vegetables, the Chief Minister's meeting tomorrow

The Truth Of Bengal: সবজির বাজারে আগুন। অগ্নিমূল্য বাজার দর। আলু পেঁয়াজ থেকে শাক সবজি হাত ছোঁয়ানো দায়। মধ্যবিত্ত গৃহস্থের কপালে ভাঁজ। বাজারে গিয়ে একপ্রকার খালি ব্যাগ নিয়ে ঘরে ফিরতে হচ্ছে অনেক গৃহস্থের।
উচ্ছে, বেগুন, ঝিঙে, ঢাঁড়শ, বড়বটি, টমেটো, শসা সব কিছুরই দাম নাগালের বাইরে। সবজির এই অগ্নিমূল্যে উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে জরুরী ভিত্তিতে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সবজির দাম বেড়ে চলায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী।
সবজির ক্রমবর্ধমান দাম বৃদ্ধিতে দুর্ভোগে সাধারণ মধ্যবিত্ত। নবান্ন সূত্রে খবর, সবজির দাম নিয়ন্ত্রণে নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল মঙ্গলবার বিকেল ৪ টায় নবান্নে সবজির ক্রমবর্ধমান দাম বৃদ্ধি নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রীর। বাজারদর সংক্রান্ত সংশ্লিষ্ট টাস্কফোর্স সহ কৃষি ও কৃষি বিপণন এবং বিভিন্ন দপ্তরের সচিবদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।