রাজ্যের বকেয়া আদায়ে ২ ফেব্রুয়ারি থেকে ধর্নায় বসার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
The chief minister has warned to sit on dharna from February 2 to collect the dues of the state

The Truth Of Bengal: লোকসভা ভোট এগিয়ে আসতেই ক্যা- ক্যা করছে বিজেপি। বাংলায় কোনওরকম সিএএ-এনআরসি লাগু হবে না,সমস্ত উদ্বাস্তু মানুষই নাগরিক।কোচবিহারের মতোই উত্তরকন্যার সভা থেকে আবারও উত্তরবঙ্গবাসীকে আশ্বস্ত করেন যাঁরা সরকারি সুবিধা পাচ্ছেন তাঁরা নাগরিক।শিক্ষার প্রসারে ২১০টি বেসরকারি উদ্যোগে চলা রাজবংশী স্কুলগুলিকে সরকারি স্বীকৃতি দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরকন্যার সভায়, ঘোষণা করেন, কেন্দ্র একশদিনের কাজের টাকা না দিলে ২ফেব্রুয়ারি থেকে ধর্নায় বসবেন।
চোর চোর বলে স্লোগান দিয়ে বাংলার নামে বদনাম করছে বিজেপি।অথচ তারাই ভুরিভুরি দুর্নীতি করছে বলে উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আরও উচ্চস্বরে আ্ক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন,বিজেপি করলে সাদা আর তৃণমূল করলে কাদা। মুখ্যমন্ত্রীর সাফকথা, বিজেপি বাংলা লুঠ করছে,ভারত লুঠ করছে। দিল্লির দুর্নীতিগ্রস্ত রাজনীতিকরাও বাংলার মানুষকে নিয়েই রাজনীতি করছে ।কোচবিহারের প্রশাসনিক সভার মতোই শিলিগুড়ির সভা থেকেও কেন্দ্রের নীতিহীন রাজনীতিকে তুলোধনা করেন বাংলার মুখ্যমন্ত্রী।একইসঙ্গে তিনি ঘোষণা করেন, একশদিনের কাজের টাকা থেকে আবাসের টাকা কিছুই দিচ্ছে না কেন্দ্র, বিজেপি কাজ করে না,খালি বিজ্ঞাপন দেয়। ১ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করার পর ২ ফেব্রুয়ারি থেকে কেন্দ্রের বিরুদ্ধে ধর্ণায় বসার হুঁশিয়ারি দেন। সেই টাকা আদায়ে আন্দোলনের পাশাপাশি বিকল্প প্রকল্প রূপায়ণের ইঙ্গিতও দেন প্রশাসনিক প্রধান।
- রাজ্যের উদ্বাস্তু সহ ৫লক্ষ লোককে পাট্টা প্রদান
- উত্তরকন্যা থেকে আরও ১০হাজার পাট্টা বিলি
- ৩৩টির ওপর বাগানের জমি নেওয়া হয়েছে
- সেইসব জমি পাট্টা প্রদানের কাজে ব্যবহার হচ্ছে
- ভোটের আগে বিজেপি ক্যা ক্যা করে ভোট নিতে চায়
- বাংলায় সিএএ-এনআরসি কোনওভাবেই হবে না
- বিএসএফের বর্ডার এরিয়ার কার্ডও নেবেন না
নতুন করে এনআরসি করার চিন্তা করছে বিজেপি সরকার,কোনও ফাঁদে পা না দেওয়ার আবেদনও জানান সীমান্তের মানুষকে।মমতা বন্দ্যোপা্ধ্যায় ঘোষণা করেন, ভোটের আগে‘‘এখন ক্যা-ক্যা করে চিৎকার করছে। এটা ফ্যা-ফ্যা ভোটের রাজনীতি করার জন্য। আপনারা সবাই নাগরিক। আপনাদের সবাইকে নাগরিক হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি। সমস্ত উদ্বাস্তু কলোনিকে স্থায়ী ঠিকানা দিয়ে দিয়েছি।আরও সরকারি সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রশাসনিক প্রধান।
- পরিযায়ী শ্রমিকদের নিয়ে তৈরি হয়েছে হেল্প ডেস্ক
- ২৮লক্ষ পরিযায়ী শ্রমিক নাম নথিভূক্ত করেছেন
- ১ফেব্রুয়ারি থেকে আরও ১৩লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার পাবে
- প্রদান করা হবে আরও ১.৫ লক্ষ বিধবা ভাতা
- আরও ২০০-র বেশি রাজবংশী স্কুলকে স্বীকৃতি
উত্তরবঙ্গের পাঁচটি জেলা কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে রাজবংশী স্কুলগুলি রয়েছে। তবে এগুলি এতদিন সরকারি স্বীকৃতি পায়নি। সেই স্কুলগুলির এবার সরকারি সমস্ত রকম সুযোগ পাবে।যারা উনিশের ভোট নেওয়ার জন্য চা শিল্পের উন্নয়নের কথা বলেছিল,তাঁরাই আবার চব্বিশের ভোটের আগে সিএএ-র কথা বলে মন ভোলাবার চেষ্টা করছে,আর বাংলাকে বঞ্চনা করছে।তাই অভিজ্ঞতার আলোয় বিভাজনকামী শক্তিকে প্রত্যাখান করে নির্ভয়ে উন্নয়নের রাজনীতিতে আস্থা রাখার জন্য আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
Free Access