রাজ্যের খবর

আগুনে বোলিংয়ে বাজিমাতের চেষ্টা, প্রতিবন্ধ কতাকে জয় করার চ্যালেঞ্জ

Cricket tournament

The Truth of Bengal: রাঙামাটির জেলার বহু খেলোয়াড় জাতীয় স্তরে বাংলার মুখ উজ্বল করেছেন। সফল সেইসব কৃতীদের থেকে একটু কঠিন লড়াই লড়ছেন এই লালমাটির জেলার উদীয়মান এক ক্রিকেটার। দুর্ঘটনায় যাঁর শরীরের একাংশ পুড়ে যায়। বেঁচে ফেরার পর ব্যাট-বলের যুদ্ধে জেতার চোয়াল শক্ত করেছেন তিনি। নানুরের রঞ্জিত গড়াই এখন সাফল্যের সিঁড়িতে পা রাখার জন্য প্রাক্টিস করছেন। বাড়িতে অভাব রয়েছে। তবু শারিরীক ও আর্থিক প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জের মোকাবিলা করে  টিমগেমে অংশও নিয়েছেন। রাজ্যও জাতীয় প্রতিযোগিতায় রঞ্জিতের  আগুনে বোলিং ব্যাটসম্যানদের বোল্ড আউট করেছে।

একের পর এক খেলায় বাজিমাত করা এই স্বপ্নসন্ধানী বড় ম্যাচে বাজিগর হওয়ার জন্য দাঁতে দাঁত চেপে লড়াই করছেন।উদয়-অস্ত দৌড়ে যান। আর মেঠো পিচেই বোলিংয়ের ঝলকানি দেখান। বছর একত্রিশের এই  যুবকের লড়াইটা কঠিন। কঠোর পরিশ্রম করেই জাতীয় মঞ্চে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েছেন তিনি। কেন খেলাকে ভালোবাসেন ? তাঁর ব্যাখাও দিয়েছেন তিনি। ছোট থেকেই খেলাধূলার প্রতি আকর্ষণ তাঁর। লাগাতার অনুশীলনের ওপর ভর করে রাজ্যের প্রতিবন্ধী ক্রিকেট দলের হয়ে একাধিকবার প্রতিনিধিত্ব করেছেন, পাশাপাশি রাজ্য স্তরের একাধিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়বিদ হিসেবেও সাফল্য অর্জন করেছে রণজিৎ গড়াই।

মাধ্যমিক পাশ করার পর উপার্জনের তাগিদে কোলকাতা গিয়ে মিষ্টির দোকানে কাজ নেন রঞ্জিত। ,আর সেখানকার কাজের ফাঁকেই চলে যান খেলার মাঠে সেখানে গিয়েই জীবনের মোড় ঘোরে। ছেলের কষ্ট দেখে বাবার চোখে জল আসে। তবু হার না মানা মন নিয়ে ছেলের এই লড়াইয়ের পাশে থাকার কথা দিচ্ছেন বাবা। আগামীদিনে রঞ্জিতের উত্তোরণের আশায় রয়েছে তাঁর পরিবার। ময়দানের বাজিগর হয়ে তিনি বাংলার মুখ উজ্বল করুন চাইছেন প্রশাসনের কর্তারাও।

Related Articles