পরিবেশ পরিছন্ন রাখতে কোদাল ধরলেন পৌরসভার চেয়ারম্যান
The chairman of the municipality took a spade to keep the environment clean

Truth Of Bengal: সৌভিক গোস্বামী, আরামবাগ: ড্রেন পরিষ্কার করতে কোদাল ধরলেন পৌরসভার চেয়ারম্যান। নিজের হাতে নোংরাও তুলে সাফাই বিভাগের গাড়িতে ফেললেন তিনি। বুধবার আরামবাগ পৌরসভা এলাকায় এমনি চিত্র দেখা গেল।
পরিবেশ পরিছন্ন রাখতে কোদাল ধরলেন পৌরসভার চেয়ারম্যান#truthofbengal pic.twitter.com/L9IyT5oUWU
— TOB DIGITAL (@DigitalTob) October 30, 2024
জানা যায়, সকালে মহকুমা শাসকের দপ্তর ও আরামবাগ পৌরসভার যৌথ উদ্যোগে নতুন মহকুমা শাসক আসার পর এদিন আরামবাগ শহর কতটা পরিচ্ছন্ন আছে তা দেখার জন্য শহর পরিদর্শন করা হয়। যদিও এদিন সেই পরিদর্শনে ছিলেন না মহকুমা শাসক।
ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য অধিকারিকদের নিয়ে চেয়ারম্যান নিজে বেরিয়ে পরেন পরিদর্শনে। চেয়ারম্যানের দাবি, পৌরসভার সাফাই কর্মীরা নিজেদের কাজ যথেষ্ট সুন্দর ভাবে করছেন। শহর অনেকটাই পরিষ্কার আছে। তবে বেশ কিছু জায়গার ড্রেনে সামান্য আবর্জনা থাকলেও এদিন তা পরিষ্কার করে দেওয়া হয়।
এবং তিনি এদিন নিজে সেই কাজে হাত লাগিয়ে সাফাই কর্মীদের সাহায্য করেন। চেয়ারম্যান এই কর্ম কাণ্ডে খুশি হন এলাকার মানুষ থেকে শুরু করে সঙ্গে থাকা অন্যান্য আধিকারিকরা।