ছবি এঁকেই দেশের সেরা, প্রতিযোগিতা জিতে কি কি পেলেন সপ্তদীপ ?
The best painting in the country, did Saptadeep win the competition?

The Truth Of Bengal : সৌভিক গোস্বামী, আরামবাগ : অঙ্কন প্রতিযোগিতায় দেশেই সেরা আরামবাগ হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র সপ্তদীপ দত্ত। পেল সোনার সরস্বতী ঠাকুর। এতে স্বাভাবিকভাবেই খুশির জোয়ার পরিবার জুড়ে।
জানা যায়, সপ্তদীপ দত্ত আরামবাগ পৌরসভার ১৫ দৌলতপুর চাষীপাড়া এলাকার ছেলে। ছোট থাকেই পড়াশোনার পাশাপাশি আঁকার হাত খুব ভালো সপ্তদীপের। জেলা, রাজ্যের বিভিন্ন অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেক পুরস্কার অর্জন করেছে সে। তবে এবার জেলা রাজ্য ছাড়িয়ে জীবনের একধাপ বড়ো প্রতিযোগিতা, জাতীয় অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করল সপ্তদীপ। আর সেখানেও সেরার সেরা হয় সপ্তদীপ।
জানা গিয়েছে, গত বছরের অক্টোবর মাসে প্রতিযোগিতাটি হয় রোড চন্দ্রকোনার পরিমল কাননে। ওই জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল দেশের বিভিন্ন রাজ্যের প্রতিযোগীরা। সাথে বাংলাদেশ থেকেও অংশগ্রহণ করেছিল বহু প্রতিযোগীরা। তাদের সবাইকে পিছনে ফেলে দেশ ও বাংলাদেশের সেরা হয়ে বাড়ি ফেরে সপ্তদীপ। গত ১৬ ই মার্চ পুরস্কার হিসেবে সোনার সরস্বতী ঠাকুরের মূর্তি দেওয়া হয় তাকে। সাথে দেওয়া হয় দেশের সেরার সংসাপত্র। আর এরপরে স্বাভাবিকভাবেই আনন্দে আত্মহারা হয় সপ্তদীপের পরিবারের সদস্যারা এবং এলাকার মানুষ। অন্যদিকে স্কুলের নাম উজ্জ্বল করায় খুশি আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ রায় সহ স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা।