বরাবর ঠোঁটকাঁটা মহুয়া মৈত্রী, দুর্নীতিগ্রস্থদের বিরুদ্ধে যা বললেন
The always blunt Mahua Maitree, what she said against the corrupt

Truth Of Bengal : বরাবরই ঠোঁট কাঁটা মহুয়া মৈত্র। স্পট ভাষায় কথা বলতে নেই তাঁর কোন দ্বিধা বোধ। তাঁকে একাধিকবার বঞ্চনার স্বীকার হতে হয়েছে তবু তাঁর মেরুদন্ড রয়েছে সোজা। গোলা উঁচিয়ে সত্যি কথা বলতে একবার নয়, এগিয়ে আসে বারবার। সংসদে নিয়ম ভাঙার বিরুদ্ধেও তাঁকে একাধিক বঞ্চনার স্বীকার হতে হয়েছে। মহুয়ার এই বক্তব্য নিয়ে রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে জেলায়। যদিও তিনি সরাসরি কোন নেতার নাম উল্লেখ করেননি। তবে তাঁর কথা শুনে মনে হয়েছে তিনি বিধায়ক মানিক ভট্টাচার্যকে নিশানা করেন। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের বিরুদ্ধে আক্রমাত্মক সাংসদ মহুয়া মৈত্র pic.twitter.com/SG6zp7Yf3s
— TOB DIGITAL (@DigitalTob) February 26, 2025
নদীয়ার পলাশীপাড়া বিধানসভায় বার্নিয়া এলাকায় এক কর্মী সম্মেলনে গিয়ে দলের দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের বিরুদ্ধে আক্রমাত্মক সাংসদ মহুয়া মৈত্র।। ওই বিধানসভায় বিধায়ক মানিক ভট্টাচার্য। যার বিরুদ্ধে চাকরি দুর্নীতির অভিযোগ রয়েছে। সেই সকল দুর্নীতিগ্রস্ত কর্মী ও নেতৃত্বদের নাম না করে তাদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন মহুয়া মৈত্র। কর্মী সম্মেলনে কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন তিনি চোর তার ছেলে চোর পরিবার চোর গোটা গোষ্ঠী সব চোর। দু একজন দলের বদনামের জন্য সকলকে এর বদনামের ভাগী হতে হচ্ছে। তিনি রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন দলের স্থানীয় নেতৃত্বের সম্বন্ধে।