জলকষ্ট মেটাতে চায় প্রশাসন,পৌঁছে যাবে বাড়ি বাড়ি পানীয়জল
The administration wants to solve the water problem

The Truth of Bengal: বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজে আরও তত্পর প্রশাসন। আসানসোলের সালানপুরে নেওয়া হয়েছে ১৪৫কোটি টাকার প্রকল্প। নয়া প্রকল্পের মূল লক্ষ্য, রাস্তা চওড়া করে পানীয় জল সরবরাহের কাজ সম্পন্ন করা।যাঁদের বাড়ি বা দোকান ভাঙতে হবে তাদের ক্ষতিপূরণ দেবে প্রশাসন।২থেকে ৩ বছরের মধ্যে প্রস্তাবিত প্রকল্প শেষ করার টার্গেটও নিয়েছে জেলা প্রশাসন।
আসানসোল পুরনিগমের কিছু এলাকায় রয়েছে এখনও পানীয় জলের সমস্যা। ডামরা ও জামুড়িয়া পুর এলাকায়, আমরুত প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে কাজ শুরু হয়েছে। যার মধ্যে অন্যতম একটি হল আসানসোল ডামরা জল প্রকল্প। এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে প্রায় ২৮ কোটি টাকা। অন্যটি হল ডামরা জামুড়িয়া জল প্রকল্প। এর জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৮৮ কোটি টাকা। এবার আসানসোলের সালানপুরে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুরু করা হচ্ছে নতুন পানীয় জল প্রকল্প।
সালানপুরে জেলা প্রশাসনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় অগ্রাধিকারের ভিক্তিতে জনস্বার্থবাহী প্রকল্প শেষ করার।পাইপ লাইন বসানোর কাজ দ্রুত করা হবে বলে প্রশাসনের কর্তারা মনে করছেন। চলতি আর্থিক বছরেই এই রাস্তা ডবল লেন করার কাজ শুরু হয়ে যাবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তা সম্পূর্ণ হবে।পুরো রাস্তাটি ১০ থেকে ১২ মিটার চওড়া হবে। মূল রাস্তার দুদিকে ফুটপাত এবং জলের পাইপ,বিদ্যুতের খুঁটি ইত্যাদি বসানোর জন্য জায়গা ছাড়া থাকবে।
দুপাশে তৈরি হবে উপযুক্ত ড্রেন।মোট ৮ কিলোমিটার ৭২৫ মিটার দীর্ঘ এই রাস্তায় প্রায় দশটি কালভার্ট, দেন্দুয়া রেল ক্রসিং-এর উপর ওভারব্রিজ এবং সালানপুর দেন্দুয়া জেমারি আল্লাডিতে রাস্তার পাশে সাড়ে পাঁচ মিটার করে চওড়া সার্ভিস রোড তৈরি হবে। বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যপূরণে জেলা প্রশাসন যে আন্তরিকও সংবেদনশীল তা তাঁদের কাজের গতি দেখে স্পষ্ট বলা যায়।