ডানকুনি ব্রিজের নিচে ভয়াবহ অগ্নিকাণ্ড,ঘটনাস্থলে দমকলে তিনটি ইঞ্জিন
Terrible fire under Dunkooney Bridge

The Truth of Bengal: ডানকুনি ব্রিজের নিচে সাত সকালেই ভয়াবহ অগ্নিকাণ্ড। স্থানীয় সূত্রে জানা যায়। সকাল ঠিক সাড়ে সাতটা নাগাদ। ছড়িয়ে পড়ে আগুণ। পাশাপাশি থাকা প্রায় ২৫ টি দোকান। পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে আসে দমকলে তিনটি ইঞ্জিন। প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ডানকুনি ফায়ার ব্রিগেড উত্তরপাড়া ফায়ার বিগ্রেড থেকে।
দমকলের কর্মীরা এসেই আগুনকে নিয়ন্ত্রণে আনেন। এসে উপস্থিত ডানকুনি থানার আইসি । খবর পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয় পৌর পিতা তথা ডানকুনি পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা। শুধু দোকান পুড়ে ছাই নয়। পাশাপাশি ক্ষয় ক্ষতি হয়েছে ব্রিজের। ব্রিজের কিছু কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে বলে মনে করছেন স্থানীয় প্রশাসন।
এই ঘটনার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। দোকানের মালিকরা প্রায় পথে বসেছে। জুতোর দোকান, চায়ের দোকান থেকে শুরু করে মুদিখানা, মুরগির দোকান সহ সকল দোকান পুড়ে ছাই হয়ে গেছে । এখন দেখা স্থানীয় প্রশাসন কিভাবে এই ক্ষতিগ্রস্ত দোকানদারদের পাশে দাঁড়ায়।