রাজ্যের খবর

ভাঙ্গড়ে পাওয়ার গ্রিডের সামনে উত্তেজনা

Tension in front of power grid in Bhangare

The Truth of bengal: ভাঙ্গড় পাওয়ার গ্রিডের সামনে অবস্থান-বিক্ষোভ জমি কমিটির সদস্যদের। পুরনো মামলায় গ্রেফতার করা হয় হাফিজুল ইসলাম নামে এক জমি কমিটির সদস্যকে। আজ তাকে আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।  এরপরই বিক্ষোভ দেখান জমি কমিটির সদস্যরা অবিলম্বে তাকে মুক্তি না দিলে পাওয়ার  গ্রিডের দরজায় তালা লাগিয়ে বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। জমি কমিটির এক সদস্যকে গ্রেফতারের অভিযোগে বিক্ষোভ। অবস্থান হটাতে গেলে পুলিশ বিক্ষোভকারীদের বচসা।

Related Articles