শ্রীরামপুরে শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠিত হল বসন্ত উৎসবের
Spring festival celebrated with procession in Serampore

Truth Of Bengal: বইতে শুরু করেছে বসন্তের মৃদুমন্দ হওয়া, গাছে গাছে পলাশ শিমুলের হিল্লোল, প্রকৃতি উজার করে দিয়েছে বসন্তের রঙের ডালি, সেই বসন্তে উৎসবকে আমরা বরণ করে নিচ্ছি দিকে দিকে। বুধবার সকালে শ্রীরামপুর পুরসভার পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সবার রঙে রঙ মেলাতে কালের যাত্রাপথে দু-একটা শাশ্বত মুহূর্তকে অমর স্মৃতির ক্যানভাসে এঁকে রাখতে মানুষের কাছে বার্তা দেওয়া হল, আজ বসন্ত এসে গেছে।

এদিন সকালে শ্রীরামপুর থেকে শুরু হওয়া এই রঙের এই উৎসবকে স্মরণীয় করে রাখতে হলুদ শাড়িতে সজ্জিত হয়ে মেয়েরা বসন্তকে বরণ করে নেওয়া হল কবিগুরুর বসন্তের গানে গানে সুর তুলে, সঙ্গে ছিল আদিবাসী নৃত্য। এদিনের রঙের উৎসবের মূল উদ্যোক্তা ছিল, শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল তিয়াসা মুখার্জি। তার উদার্ত কন্ঠে রবীন্দ্র সংগীত পুরবাসীদের মন ছুঁয়ে যায়।

এদিনের এই উৎসবে সকলের সঙ্গে পায়ে পা মিলিয়েছেন পুরপ্রধান গিরিধারী সাহা উপ-পুর প্রধান উত্তম নাগ, সিআইসি সন্তোষ কুমার সিং, কাউন্সিলর অসীম পন্ডিত,সহ ঐতিহাসিক শহর শ্রীরামপুরের সুধী নাগরিকবৃন্দ। শ্রীরামপুর থেকে শুরু হওয়া রঙিন উৎসবের এই শোভাযাত্রা শেষ হয় মাহেশ জগন্নাথ মন্দির সংলগ্ন ময়দানে।
