রাজ্যের খবর

রাম আবেগে তমলুক , রাম লক্ষণ জীউ মন্দিরে বিশেষ পুজোর আয়োজন

Special puja Ram Lachman Jeu temple at Tamluk

The Truth of Bengal: অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পাশাপাশি তমলুকের শ্রীশ্রী রাম লছমন জীউ মন্দিরে বিশেষ পুজোর আয়োজন। তৎকালীন তাম্রলিপ্ত রাজা সীমন্ত নারায়ণ রায় প্রায় ২০০ বছর আগে এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। তৎকালীন এই জায়গায় একটি উইঢিপি ছিল। রাজা ভগবান শ্রী রামের স্বপ্নাদেশ পান।সেই উই ঢিপি খনন করে এখানেই মন্দির প্রতিষ্ঠা করার স্বপ্নাদেশ পান। তারপরই এখানে মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দিরে দক্ষিণ ভারতীয় চতুরস্বর্গ রূপে রাম সীতা লক্ষণ জিউর মূর্তি প্রতিষ্ঠা করেন।

সেই থেকে আজও মন্দিরে পুজো হয়ে আসছে। কথিত আছে তৎকালীন কেউ কোন মনস্কামনা করলে ভগবান স্বপ্নে তাঁর দর্শন দিতেন এবং তার মনস্কামনা পূরণ করতেন। প্রভু শ্রীরাম তাম্রলিপ্ত অধিষ্ঠান করায় সাগর এখানে পুক্ষরিনী রূপে বিরাজমান। যা বর্তমানে রামসাগর নামে পরিচিত। পরবর্তীকালে রাজা সুরেন্দ্রনাথ রায় ও রাজমাতা হরিপ্রিয়া দেবী এই মন্দিরের পূজার্চনা করার জন্য ভগীরথ দীক্ষিত অধিকারীকে মন্দিরের সেবাইত নিযুক্ত করেন। বর্তমানে সেই ভগিরথ দীক্ষিত অধিকারীর চতুর্থ পুরুষেরা এই পূজার্চনা চালিয়ে যাচ্ছেন।

বর্তমানে মন্দিরের সেবাইত আছেন ভীম চরণ অধিকারী। তিনি জানিয়েছেন আগামীকাল নিত্য দিনের মতো পূজা পাট অনুষ্ঠান হবে। তবে আগামীকাল যেহেতু অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা দিবস তাই বিশেষ কিছু ব্যবস্থা থাকছে।হোম যজ্ঞঅনুষ্ঠান ভগবানের উদ্দেশ্য এখানে অর্পণ করা হবে। প্রদীপ পরজনন হবে। প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকছে। এই মন্দিরে ঘটা করে পুজো অনুষ্ঠান পালন করা হয় রামনবমীর দিন। ওই সময় প্রচুর মানুষের ভিড় জমে।

Related Articles