রাজ্যের খবর

মর্মান্তিক! পথ দুর্ঘটনায় মৃত্যু হল ট্রাফিক পুলিশের 

Shocking! A traffic policeman died in a road accident

The Truth Of Bengal : হুগলি, রাকেশ চক্রবর্তী : ডিউটি করে বাড়ি ফেরার সময় পথ দূর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশ কর্মীর। মৃতের নাম কৃষ্ণ চন্দ্র মালিক(৫৫)। তিনি চন্দননগর কমিশনারেটের ট্রাফিক বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। উত্তরপাড়া ট্রাফিকে তার পোস্টিং ছিল।

জানা যায়, গতকাল অনেক রাত পর্যন্ত ডিউটি করে বাইক চালিয়ে দাদপুরে নিজের বাড়ি ফিরছিলেন তিনি। পোলবা থানার সুগন্ধার গোটু ফুটবল মাঠের কাছে তার বাইক দূর্ঘটনায় পরে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তার পাশে হাইড্রেন তৈরি হওয়ার জন্য স্টোনচিপ জড়ো করা ছিল। সেই পাথরে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়েন পুলিশ কর্মী।তাকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটিকে আজ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হবে।

উত্তরপাড়া ট্রাফিকে কর্মরত ছিলেন কনস্টেবল কৃষ্ণচন্দ্র মালিক কালকে রাত দশটা অব্দি উত্তর পাড়ায় ডিউটি করে দিল্লি রোড ধরে চুঁচুড়া ফিরছিলেন। সেই সময় সুগন্ধা মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারসহ গোটা এলাকায়।

Related Articles