মালদায় রাজ্য সরকারের বরাদ্দ টাকায় শুরু একাধিক প্রকল্পের কাজ
Several projects have been started in Malda with the money allocated by the state government

The Truth Of Bengal: মালদা:- রাজ্য সরকারের বরাদ্দ প্রায় সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে কালিয়াচকে কমিউনিটি হল, রাস্তা, নিকাশি নালা, নতুন সেতু নির্মাণ কর্মসূচি গ্রহণ করা হলো। কালিয়াচক ১ ব্লকের রাজ্য সরকারের উন্নয়নমুখী আটটি কাজের শিলান্যাস করেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ ফিরোজ শেখ, বন ও ভূমি কর্মদক্ষ আব্দুর রহমান সহ সংশ্লিষ্ট ব্লক ও গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধিরা।
এদিন কালিয়াচক ১ ব্লকের অন্তর্গত কালিয়াচক ১ গ্রাম পঞ্চায়েতের আটটি সরকারি উন্নয়নমূলক কাজের মধ্যে রয়েছে দুইটি কমিউনিটি হল, একটি নতুন সেতু নির্মাণ, কালিয়াচক কলেজ যাওয়ার মুখে একটি রাস্তা, দুটো নিকাশী নালা, স্কুল বিল্ডিং নির্মাণ এবং কাঁঠাল বাড়ি এলাকার একটি সেতু সংস্কার। সেই সব কাজের জন্যই প্রায় সাড়ে ৬ কোটি টাকার মধ্যে জেলা পরিষদ থেকে বরাদ্দ হয়েছে, ১৭ লক্ষ টাকা। পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে বাকি টাকা বরাদ্দ করা হয়েছে । এই উন্নয়নমূলক কাজের শিলান্যাসে খুশি প্রকাশ করেছেন স্থানীয় গ্রামবাসীরা। তার পাশাপাশি মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাচ্ছেন।
FREE ACCESS