
The Truth of Bengal: রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে ছোট গাড়িতে করে জঙ্গলের মূল্যবান সম্পদ শাল কাঠ পাচারের পরিকল্পনায় জল ঢেলে দিলেন বনকর্মীরা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ছোট গাড়ি সহ প্রায় দেড় লক্ষ টাকার মূল্যবান চোরাই শাল কাঠ বাজেয়াপ্ত করল জলপাইগুড়ি বনবিভাগের চালসা রেঞ্জের বন কর্মীরা। সেইসঙ্গে এক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে।
মূলত গভীর রাত থেকে ভোর পর্যন্ত সময়টিকে চোরা চালানোর জন্য আদর্শ বলে মনে করে পাচারকারীরা। আর সেই মতো সোমবার গভীর রাতে চালসা রেঞ্জের বনকর্মীদের কাছে খবর আসে যে একটি ছোট গাড়িতে করে শাল কাঠ পাচার করা হবে। যেকারণে নাগরাকাটার পানঝোরা এলাকায় বনকর্মীদের একটি দল গোপনে তল্লাশি শুরু করে। এরপর বনকর্মীরা দেখতে পায় একটি ছোট গাড়ি দ্রুত গতিতে নাগরাকাটা থেকে চালসার দিকে যাচ্ছিল।
সন্দেহবশত ওই গাড়িটির পিছু ধাওয়া করে বনকর্মীরা। বনকর্মীদের ধাওয়া বুঝে কাঠ মাফিয়ারা গাড়িটিকে পানঝোরা এলাকায় দার করিয়ে পালিয়ে যায়। দেখা যায়, গাড়ির পিছনে ধানের বস্তার আড়ালে ছিল চোরাই শাল কাঠ। এরপর গাড়িটির কাছেই থাকা এক ব্যাক্তিকে ধরে ফেলে বনকর্মীরা। শেষমেষ উদ্ধার করা হয় শাল কাঠ সহ ছোট গাড়িটি। ধৃত ব্যাক্তিকে রাতেই মেটেলি থানায় পাঠানো হয়। রাতে কাঠ সহ গাড়ি নিয়ে আসা হয় চালসা রেঞ্জ অফিসে। ধৃতকে মঙ্গলবার কোর্টে তোলা হয়।
Free Access