আরজি কর এর নির্যাতিতার বিচার চেয়ে পথে নামল বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা
School students came on the road seeking justice for the victimization of RG Kar

Truth Of Bengal: কলকাতার আরজি কর এ ঘটে যাওয়া নির্যাতিতার সঠিক বিচারের দাবিতে যখন সকল শ্রেণীর মানুষজন পথে নেমেছেন, তখন পিছয়ে নেই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও। সরকারি নির্দেশিকাকে মান্যতা দিয়ে বিদ্যালয়ের পঠন-পাঠন ছুটি হওয়ার পর পথে নামল ছাত্রছাত্রীরা।
গত বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। যেখানে উল্লেখ করা হয় বিদ্যালয় চলাকালীন, বিদ্যালয়ের সাথে যুক্ত কেউ বিদ্যালয়ের প্রোগ্রাম ছাড়া অন্য কিছুতে অংশ গ্রহণ করতে পারবে না। সেই মতো শুক্রবার বিকেল ৫ টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের ২ নম্বর অঞ্চলের রানীয়ড় ক্ষুদিরাম বিদ্যাপীঠ ও রানীয়ড় ক্ষুদিরাম বালিকা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এবার আর.জি.কর এর নির্যাতিতার সঠিক বিচার চেয়ে পথে নামল।
বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু করে প্রায় ২ কিলোমিটার পথ মিছিল করে দোষীদের শাস্তির দাবি জানায় প্রায় ৫০০ জন ছাত্র-ছাত্রী। পাশাপাশি মোমবাতি জ্বালিয়ে নির্যাতিতার আত্মার শান্তি কামনা করে ছাত্র-ছাত্রীরা। “উই ওয়ান্ট জাস্টিস” এবং “সব ছাত্র-ছাত্রীদের একটাই সর, জাস্টিস ফর আর.জি.কর” লেখা প্ল্যাকার্ড হাতে ছাত্র-ছাত্রীরা মিছিল করে। ছাত্রীদের দাবি কলকাতার মতো শহরে যদি, কর্মরত অবস্থায় একজন সরকারি চিকিৎসক পড়ুয়ার এই ধরনের মর্মান্তিক পরিণতি ঘটতে পারে! তাহলে আমরা গ্রাম বাংলার ছাত্রীরা যখন সন্ধের সময় টিউশন পড়ে বাড়ি ফিরি সেই সময় আমরা কতটা সুরক্ষিত! আমরা চাই অবিলম্বে এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। যাতে আগামী দিনে কেউ এই ধরনের ঘৃণ্য ঘটনা করতে আর সাহস না পায়।
পাশাপাশি প্রত্যেকটি মেয়ে যেন তার কর্মস্থল ও পড়াশোনার জায়গায় ছাত্রীরা সুরক্ষিতভাবে যাতায়াত করতে পারে এবং থাকতে পারে। আরও এক ছাত্রী বলে শুধু ছেলেরাই কেনো রাত ১০ টা ১১ টা পর্যন্ত চারিদিকে ঘুরে বেড়াবে, মেয়েরা ঘুরতে পারবে না কেনো! মেয়েরাও যাতে সারারাত নিশ্চিন্তে যেখানে খুশি যে কোন প্রয়োজনে যেতে পারে সেই ব্যবস্থাও অবিলম্বে করতে হবে।