রাজ্যের খবর
আমন্ত্রণ পত্র পেয়েও রাম মন্দির উদ্বোধনে যাচ্ছেন না গঙ্গাসাগরের সাধু সন্ন্যাসীরা
Inauguration of Ram Temple

The Truth of Bengal: আগামী ২২ শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন। উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণ পত্র এসে পৌঁছেছিল গঙ্গাসাগরের সাধু সন্ন্যাসীদের হাতে। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে তারা যাচ্ছে না, এমনটাই জানিয়ে দিলেন সাধু সন্ন্যাসীরা।
কারণ হিসেবে জানিয়েছে, যেখানে তাদের আচার্য গুরুর সম্মান নেই সেখানে তারা কি করতে যাবে। এছাড়াও বলেন রাম মন্দির কি নরেন্দ্র মোদির একার। তিনি হিন্দু মহাসভাতে নিমন্তন্ন করেনি। প্রদীপ পাঁচটা জ্বালাতে বলেছে কিসের জন্য,নরেন্দ্র মোদির জন্য নাকি রাম মন্দিরের জন্য বুঝতে পারছি না।
এছাড়াও অনেকেরই বক্তব্য, আমন্ত্রণপত্র পেলেও তাঁদের অযোধ্যা যাওয়ার টিকিট দেওয়া হয়নি। কিন্তু এত অর্থ খরচ করে তাঁদের পক্ষে অযোধ্যা পৌঁছনোর উপায় নেই।