মহারাষ্ট্রে শ্রমিক খুন, পরিবারকে দু’লক্ষ টাকার অনুদান দিলেন সাবিনা ইয়াসমিন
Sabina Yasmin donates two lakh rupees to the family in the case of laborer murder in Maharashtra

Truth Of Bengal : মালদহ : মহারাষ্ট্রের মুম্বাইয়ে কাজ করতে গিয়ে খুন হওয়া শ্রমিকের কালিয়াচকের বাড়িতে গিয়ে রাজ্যের তরফে নিহতের স্ত্রীর হাতে দু’লক্ষ টাকার অনুদানের চেক তুলে দিলেন সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মালদহের জালালপুর গ্রাম পঞ্চায়েতের ফতেখানি এলাকার মৃত পরিযায়ী শ্রমিক আবদুর রহমান রবিবার মুম্বাইয়ে খুন হন। এক সহকর্মী তাঁকে মাথায় হাতুড়ি মেরে খুন করে বলে অভিযোগ।
বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত শ্রমিকের বাড়িতে গিয়ে স্ত্রী হাজেরা বিবির হাতে চেক তুলে দেন রাজ্যের মন্ত্রী। সঙ্গে ছিলেন কালিয়াচক-১ ব্লকের বিডিও সত্যজিৎ হালদার, মালদহ জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ আবদুর রহমান, কালিয়াচক-১ ব্লকের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ কামাল হোসেন প্রমূখ। প্রায় তিন মাস আগে মুম্বাইয়ের কালিয়ানে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন পরিযায়ী শ্রমিক আবদুর রহমান। কিন্তু তাঁর কফিনবন্দি নিথর দেহ সোমবার রাতে পৌঁছয় বাড়িতে। স্ত্রী হাজেরা বিবি ছাড়াও পরিবারে রয়েছে একমাত্র মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী রাইহানা খাতুন (১২)।