রাজ্যের খবর

উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই রানওয়েতে ধস! দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসীরা

Runway collapsed within a few months of the opening! Residents are afraid of accidents

Truth Of Bengal : শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর :- চলতি বছরের ১১ ই মার্চ উদ্বোধন হয়েছে খড়্গপুর-বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কে বায়ুসেনার আপৎকালীন রানওয়ে। বেলদা থানার পোক্তাপোল থেকে শ্যামপুরা পর্যন্ত তৈরি হয়েছে এই রানওয়ে। তবে উদ্বোধনের কিছুদিনের মধ্যেই দেখা গেল ফাটল এবং কিছু জায়গায় ধস নেমেছে। যা নিয়ে আশঙ্কায় যাত্রীরা। এলাকার মানুষের দাবি, রানওয়ে তৈরির সময় থেকেই নিম্নমানের কাজ চলছিল। সেই সময় অভিযোগ জানালেও কর্ণপাত করেনি নির্মাণকারী সংস্থা।

নিম্নমানের কাজের ফলেই বাখরাবাদ-এর কাছে জাতীয় সড়কে ধস নেমেছে। ধস নামায় আতঙ্কিত এলাকার মানুষ। তাদের দাবি, জাতীয় সড়ক কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনরকম বালি বস্তা ও অন্যান্য উপকরণ দিয়ে ধস রক্ষার চেষ্টা করা হলেও তা টেকেনি। তবে নিম্নচাপের ফলে টানা তিনদিনের বৃষ্টিতে ফের ধস নেমেছে জাতীয় সড়কের বাখরাবাদের স্কুল মোড়ের কাছে। এলাকার এমন খারাপ পরিস্থিতিতে উদ্বিগ্ন এলাকার মানুষ।

তাদের বক্তব্য, এলাকা দিয়ে বহু যানবাহন চলাচল করে। পাশেই রয়েছে বাখরাবাদ ভারতী বিদ্যাপীঠ। স্কুলের ছাত্র-ছাত্রীরাও এই পথ ধরে যাতায়াত করে। ফলে যে কোনও মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। দ্রুত জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তাটি পুনঃনির্মাণ করুক।

Related Articles