
The Truth of Bengal: নদীয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ঘাতক গাড়িটির চালক পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া এলাকায়। সূত্রের খবর, গণেশ মণ্ডল নামে এক ব্যক্তি ইট ভাটার ইটগুলো গাড়িতে করে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার কাজ করতেন। শনিবার রাতে নদীয়ার বাবলা সংলগ্ন জাতীয় সড়ক পার করতে গিয়ে দ্রুত গতিতে আসা একটি স্করপিও গাড়ি গণেশ নামক ওই ব্যক্তিকে সজোরে ধাক্কা মারে। সাথে সাথেই কিছুটা দূরে একটি খাদে ছিটকে পড়েন তিনি।
ঘটনার পর স্করপিও গাড়িটির চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর প্রতিবেশীরা দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে খবর, গণেশ বাড়ির পাশে একটি দোকান চালিয়ে একা সংসারের হাল ধরেছিলেন। কিন্তু সরকারি ভাবে ওই দোকান ভেঙে ফেলার নির্দেশ আসার ফলে পরিবারে রোজগারের মতো আর কেউই ছিল না।
এখন পরিবার নিয়ে পথে বসার উপক্রম বলেই স্থানীয় সূত্রে খবর। এদিকে ব্যক্তির আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে। অন্যদিকে জাতীয় সড়কে প্রায়শই একের পর এক দুর্ঘটনা ঘটলেও সিসি ক্যামেরা না থাকার কারণে ঘাতক গাড়িগুলির কোনো খোঁজ পাওয়া যায়না বলে দাবি স্থানীয়দের। এদিকে রবিবার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নদীয়ার রানাঘাট মর্গে পাঠানো হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।