নিয়ন্ত্রণ হারিয়ে মারুতি গাড়ির ধাক্কা, বালুরঘাটে ভয়ঙ্কর দুর্ঘটনা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডাকবাংলো পাড়া এলাকায় একটি মারুতি গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
Truth Of Bengal: পথ দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বালুরঘাট শহরের ডাকবাংলো পাড়া এলাকায়। শনিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডাকবাংলো পাড়া এলাকায় একটি মারুতি গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এরপর গাড়িটি পরপর দু’টি টোটো ও রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ঠেলাগাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে।এই দুর্ঘটনায় দু’জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার জেরে এক দরিদ্র ভ্যানঠেলা চালকের জীবিকা নির্বাহের একমাত্র সম্বল ভ্যানটি সম্পূর্ণ ভেঙে যায়। পাশাপাশি দু’টি টোটোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বালুরঘাট থানার পুলিশ। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত মারুতি গাড়িটিকে উদ্ধার করে বালুরঘাট থানায় নিয়ে যায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।ক্ষতিগ্রস্ত ভ্যানচালক জানান, আমি রাস্তার ধারে ভ্যানটি রেখে একটু জল আনতে ভেতরে গিয়েছিলাম। ফিরে এসে দেখি একটি গাড়ি ধাক্কা মেরে আমার ভ্যানটি উড়িয়ে দিয়েছে। ভ্যানটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের তৎপরতায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।






