রাজ্যের খবর

ভোররাতে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা! দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২জনের

Road accident

The Truth Of Bengal: ভোররাতে একটি কন্টেনারের সঙ্গে পুলিশের গাড়ি সজরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুইজনের। আহত চারজন। পশ্চিম  মেদিনীপুরের নারায়নগড়ে মকরামপুরে  জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। বৃষ্টির জন্য দৃশ্যমানতা কম থাকার জন্য দুর্ঘটনা বলে অনুমান।

জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার এসআই একজন এনভিএফ পুলিশকর্মী ও একজন কনস্টেবল-সহ কয়েকজন ডিউটি সেরে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে নারায়ণগড় থানার দিকে যাচ্ছিলেন। সেই সময় প্রবল বৃষ্টিও শুরু হয়। হঠাৎই উকুনমারী এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারের পিছনে সজরে ধাক্কা মারে পুলিশের গাড়িটি।

ঘটনায় দুমড়ে মুচরে যায় গাড়ি। গাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় ছিটকে রাস্তায় পড়ে যান পুলিশ কর্মীরা। মৃত্যু হয় ড্রাইভারের। আহতরা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শনে যান এসডিপিও দীপক সরকার। কন্টেনারটিকে আটক করেছে পুলিশ।

Related Articles