রাজ্যের খবর

তিস্তা নদীর জলস্তর বৃদ্ধি, সতর্কতা প্রশাসনের

Teesta river water level

The Truth of Bengal: তিস্তা নদীর জলস্তর বৃদ্ধি, ব্যারেজ থেকে ছাড়া হয়েছে জল, সতর্কতা প্রশাসনের। সোমবার বিকেলের পর সেবকের কালিঝোড়া থেকে জল ছাড়া হয়েছে। যার ফলে তিস্তা নদীর জলস্তর বাড়ার আশঙ্কা তৈরি হয়।

পাশাপাশি তিস্তা নদীর তীরবর্তী এলাকায় ফসলের ক্ষতির সম্ভাবনা যেমন রয়েছে তেমনি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করেন অনেকে। যদিও জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়। এমনকি জেলা প্রশাসনের পক্ষ থেকে নদীপাড়ের বাসিন্দাদের মাইকিং করে সতর্ক করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে নজরদারিও চালানো হচ্ছে। সেইসাথে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন। তবে এসময় নদীর জলস্তর অনেকটাই নিচে থাকে। যে কারণে চল ছাড়লেও নদীর জলস্তর খুব একটা বৃদ্ধি পায়নি।

Related Articles