রাজ্যের খবর
ফের মানবিক রানাঘাট জেলা পুলিশ, ইটভাটার শ্রমিকদের হাতে তুলে দিল শীতবস্ত্র
Ranaghat District Police again humane, handing over winter clothes to brick kiln workers

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: আবারও মানবিক মুখ রানাঘাট জেলা পুলিশের। এবার ডিসেম্বরে কাঁপুনি ঠান্ডায় ইটভাটার শ্রমিকদের হাতে শান্তিপুর ট্রাফিক পুলিশ তুলে দিল শীতবস্ত্র। পাশাপাশি ক্রিসমাস ডে উপলক্ষে বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয় কেক ক্যাডবেরি ও লজেন্স। এদিন শান্তিপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক দীপক সিকদারের উদ্যোগে ফুলিয়া কালিপুর এলাকায় একটি ইট ভাটায় ভিনদেশ থেকে আগত পরিযায়ী শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র। পুলিশের এহেনও ভূমিকা কে সাধুবাদ জানিয়েছেন ইটভাটার শ্রমিকরা। তবে এই বিষয়ে পুলিশ প্রশাসন মুখ না খুললেও , আগামী দিনেও এই ধরনের কর্মসূচি চলবে বলে জানা যায়।