রাজ্যের খবর

জন্মভূমিতে ‘ঘর’ পেলেন রাম, অযোধ্যায় প্রাণপ্রতিষ্ঠা রামের…

Ram found 'home' in Janmabhoomi, Rama's life in Ayodhya.

The Truth Of Bengal: খুলে গেল বহু প্রতীক্ষিত রাম মন্দিরের দরজা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে উদ্বোধন হল রাম মন্দিরের। সাড়ম্বরে নয়া মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হল রামলালার। মন্দির উদ্বোধন ঘিরে গোটা অযোধ্যা মুড়ে ফেলা হয় নিশ্ছিদ্র নিরাপত্তায়। দেশের বিভিন্ন জগতের বিশিষ্টদের উপস্থিতিতে কার্যত চাঁদের হাট বসে। বিপুল উচ্ছ্বাস-উদ্দীপনার সঙ্গে তাঁবু থেকে মন্দিরে ফিরলেন প্রভু রাম।

সরযূতটে মিশে গেল ভক্তি ও আবেগ। উদ্বোধন হল বহু প্রতীক্ষিত রাম মন্দির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে উদ্বোধন হল রাম মন্দিরের। মন্ত্রোচ্চারণে প্রধান যজমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে প্রাণ পেল শিশু-রাম। অনুষ্ঠানে ছিল তারকা সমাগম। উৎসবের অযোধ্যায় এক হয়ে গেল রাজনীতি থেকে শিল্প ও বিনোদন জগৎ। একইভাবে লক্ষ লক্ষ ভক্তের আবেগে ভাসল গোটা দেশ। দেশের সমস্ত প্রান্তে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে দেখানো হয় অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার। বিপুল উচ্ছ্বাস-উদ্দীপনার সঙ্গে তাঁবু থেকে মন্দিরে ফিরলেন প্রভু রাম। বনবাস যাত্রায় ১৪ বছর নিজের রাজ্য থেকে দূরে ছিলেন রামচন্দ্র। কিন্তু বর্তমান ভারতে শ্রীরামচন্দ্রের সঙ্গে অযোধ্যা ও দেশবাসীর মধ্যে কয়েকশো বছরের দূরত্ব ছিল। ২২ জানুয়ারি সেই দূরত্ব দূর হল বলে জানান প্রধানমন্ত্রী।

গত কয়েকদিন ধরে চলছিল চূড়ান্ত প্রস্তুতি। সোমবার দুপুর ১২টা ৫ মিনিটে রামলালার মূর্তি নিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর শুরু হয় প্রাণ প্রতিষ্ঠার আচার। সোনার মুদ্রা দিয়ে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নিজেই। সেই সময় গর্ভগৃহে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, আরএসএস প্রধান মোহন ভগবত ও রাম মন্দিরের প্রধান পূজারি। মন্দির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এক সময় কিছু লোক বলত, রাম মন্দির তৈরি হলে দেশে আগুন লেগে যাবে। এরা ভারতের সামাজিক ভাবের পবিত্রতাকে জানতে পারেননি। রামলালার এই মন্দির নির্মাণ, ভারতীয় সমাজের শান্তি, ধৈর্য, সদ্ভাবের প্রতীক। এই নির্মাণ কোনও আগুন নয়, শক্তির জন্ম দিচ্ছে।

অযোধ্যায় রামমন্দির উদ্বোধনে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা নগর। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ এবং কমান্ডো বাহিনীর জওয়ান মোতায়েন ছিল সর্বত্র। প্রতিটি উঁচু বাড়ির মাথায় বিশেষ রাইফেল নিয়ে শ্যেন দৃষ্টিতে নজর রাখেন স্নাইপার-রা। আকাশে উড়তে থাকে অত্যাধুনিক নজরদারি ড্রোন। ‘রাম জন্মভূমি’-তে নয়া মন্দির উদ্বোধনে নিজর ছিল গোটা দেশের। রাম বিবাদ নয়, রাম সমাধান। রাম আগুন নয়, রাম শক্তি। রাম শুধু বর্তমান নয়, রাম চিরন্তন। অযোধ্যায় নতুন মন্দির উদ্বোধনের পর এই ভাবনা ছড়িয়ে দেওয়া হয়।

Free Access

Related Articles