রায়মঙ্গল নদীর বাঁধে প্রায় এক কিলোমিটার ফাটল, চড়া গরমেও ভাঙন আতঙ্কে সুন্দরবনবাসী
Raimangal river embankment has about one kilometer crack, Sundarban residents are in fear of erosion even in hot summer

The Truth Of Bengal : বসিরহাট, মন্টু সাহাজী : রায়মঙ্গল নদীর বাধে প্রায় এক কিলোমিটার ফাটল ধরায় যেকোনো সময় বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে বহু গ্রাম। এই ঘটনায় আতঙ্কে সুন্দরবনবাসী।
উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মাধবকাটি গ্রামে রেমালের দাপটে নদীর বাঁধে প্রায় এক কিলোমিটার জুড়ে ফাটল দেখা দিয়েছে। বিপদের আশঙ্কা প্রকাশ করছে সুন্দরবনবাসী। যে কোন মুহূর্তে বাঁধ ভেঙে গ্রামের মধ্যে নোনা জল ঢুকে যেতে পারে। ভেসে যেতে পারে একাধিক বসতবাড়ি। নতুন করে হিঙ্গলগঞ্জের রায়মঙ্গল নদীর জলের স্তর যদি বাড়ে বা নতুন করে প্রাকৃতিক বিপর্যয় আসে তাহলে রক্ষে নেই। তাই সিঁদুরে মেঘ দেখছে সুন্দরবনবাসী।
মাধবকাটি, গোবিন্দ কাটি সহ একাধিক গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে। রেমালের তাণ্ডবে লন্ডভন্ড অবস্থা হিঙ্গলগঞ্জ ব্লকের যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মাধবকাটি গ্রামের একাধিক জায়গায় বাধের অবস্থা বেহাল। এছাড়াও কাঁচা মাটির বাঁধ দেওয়ার ফলে জায়গায় জায়গায় ধ্বসে যাওয়া ভেঙে যাওয়া বা বসে যাওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে গৃহীন হয়েছে শতধিক পরিবার ভেঙেছে একাধিক কাঁচা বাড়ি ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও দেখা নেই প্রশাসনের আতঙ্কে দিন কাটাচ্ছে শতাধিক পরিবার যে কোন মুহূর্তে রায়মঙ্গল নদীর জোয়ার এলেই আবার প্লাবিত হতে পারে মাধবকাঠি সহ একাধিক গ্রাম।