রাজ্যের খবর

জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ, কৃষ্ণনগর পালপাড়া মোড়ে

Krishnanagar National Highway Blockade

The Truth of Bengal: জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ কৃষ্ণনগর পালপাড়া মোড়ে। জাতীয় সড়ক সম্প্রসারণ এর কারণে রাস্তার এপার থেকে ওপার পারাপার করে দেওয়ার সমস্ত ছোট রাস্তা গুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে । রাস্তা তৈরীর জন্য, আর সেই কারণেই স্থানীয় বাসিন্দাদের রাস্তা পারাপার করতে এবং কৃষ্ণনগরের এক পালের বাসিন্দাদের অন্য পাড়ে যেতে হচ্ছে। যার পন্যাই অসুবিধা আর সেই কারণেই শনিবার কালীপুজোর আগের দিন জাতীয় সড়ক অবরোধ স্থানীয় বাসিন্দাদের।

তাদের অভিযোগ, রাস্তা সম্প্রসারণের জন্য কোনভাবেই এপার থেকে ওপার যাওয়ার ছোট রাস্তা গুলি বন্ধ করা যাবে না, এতে রাস্তা পারাপারে তো অসুবিধে হচ্ছেই, সবথেকে বেশি অসুবিধা হচ্ছে স্কুল পড়ুয়াদের স্কুলে যাওয়ার জন্য। বহুদূর থেকে ঘুরে যেতে হচ্ছে অনেকের। তাছাড়া রাস্তা বন্ধের কারণে যথেষ্ট যানজটের সৃষ্টি হচ্ছে যার ফলে যে কোন মুহূর্তে দুর্ঘটনা হওয়ার আশঙ্কা রয়েছে। সাধারণ মানুষদের কৃষ্ণনগর স্থানীয় মার্কেট কৃষ্ণনগর রেল স্টেশন ইত্যাদি জায়গায় যেতেও অসুবিধা হচ্ছে প্রচন্ড পরিমাণে এমনটাই জানাচ্ছেন তারা।

আর সেই কারণেই জাতীয় সড়ক সম্প্রসারণের কা জ বন্ধ করে বিক্ষোভ দেখান তারা এই দিন।ঘটনা জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। গন্ডগোলের জেরে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। এরপর পুলিশ আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন বিক্ষোভকারীরা। তারা জানান আগামী ১৫ তারিখের মধ্যে যদি এই সমস্যার স্থায়ীভাবে কোন সমাধান না হয় তাহলে এর পরে আরো বড় ধরনের বিক্ষোভে সামিল হবেন তারা।

Free Access

Related Articles