রাজ্যের খবর
Trending

কাটোয়ার অধ্যাপক তুহিন সামন্ত’র হত্যাকারীদের শাস্তি হোক, সত্যসন্ধান করতে তৎপর পুলিশ

Punish the killers of Professor Tuhin Samant of Katwa, 17th Death Day brings up the CPM terror of 2007

The Truth Of Bengal: কাটোয়ার অধ্যাপক তুহিন সামন্ত-র হত্যাকারীদের শাস্তি হোক, চায় তাঁর পরিজন থেকে সিপিএম বিরোধী মানুষ। ১৭তম প্রয়াণ দিবসে উঠে আসে ২০০৭-এর সিপিএমের সন্ত্রাসের কথা ।কিভাবে  স্কুল কমিটির নির্বাচনের সময় কংগ্রেস নেতা তুহিন সামন্তকে খুন করা হয় তা জানতে চায় কাটোয়ার বাসিন্দারা ? সত্যসন্ধান করতে পুলিশ তত্পর রয়েছে। প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানিয়ে বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি বলেন, আশা করা হচ্ছে, এবার দোষীরা শাস্তি পাবে।

সময়টা ছিল ২০০৭,দিনটা ছিল ২৫ফেব্রুয়ারি।  চান্ডুলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচন  উপলক্ষে সিপিএম-কংগ্রেসের বিবাদ বাঁধে।দুই পক্ষের গন্ডগোলের মাঝে পৌঁছে যান মু্র্শিদাবাদের কান্দির বিমলচন্দ্র আইন কলেজের শিক্ষক তুহিন সামন্ত।অভিযোগ,সিপিএমের অঙ্গুলিহেলনে তুহিন সামন্তকে খুব কাছ থেকে গুলি করে খুন করা হয়।কাঠগড়ায় ওঠেন পুলিশ কর্তা দেবজ্যোতি সাহা।গ্রেফতার হলেও এক সপ্তাহের মধ্যে ছাড়া পেয়ে যান সেসময়ের ওসি।   প্রবল সমালোচনার মুখে পড়ে তৎকালীন  সরকার সিআইডি-কে তদন্তভার দেয়। তারা কলকাতার গড়িয়া থেকে ফের দেবজ্যোতিকে গ্রেফতার করে। কিন্তু ৯০ দিনের মধ্যে সিআইডি চার্জশিট জমা দিতে না পারায় সমস্ত অভিযুক্ত জামিন পেয়ে যান।বাম আমলের খুনের ঘটনার কিনারা করতে পরবর্তী সময় প্রশাসন তত্পর হয়।রবিবার সেই নিহত অধ্যাপকের স্মরণসভা হয়।স্মরণসভা থেকেই তৃণমূল নেতৃত্ব দোষীদের শাস্তির কথা তুলে ধরেন।

কাটোয়া ২ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েত অন্তর্গত নন্দীগ্রামে অধ্যাপক তুহিন সামন্তের বাড়ি।   ২০০৮ সাল থেকে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী উদ্যোগে চাণ্ডুলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অধ্যাপক শহীদ তুহিন সামন্ত মৃত্যু দিবস পালন করা  হয়।   অধ্যাপক তুহিন সামন্তের ১৭ তম মৃত্যু দিবস উপলক্ষ্যে কাটোয়া ২ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্যোগে পদযাত্রা  ও রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। কাটোয়া বিধানসভা বিভিন্ন অঞ্চল থেকে তৃনমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পদযাত্রা করে চাণ্ডুলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আসেন।শহীদ অধ্যাপক তুহিন সামন্ত মূর্তিতে মাল্যদান করেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী সহ বহু বাম বিরোধী মানুষ। কিভাবে সিপিএমের সন্ত্রাস বাংলার বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল তাও তুলে ধরতে চান তৃণমূল কংগ্রেসের মতোই কাটোয়ার নাগরিকরাও।

Free Access

Related Articles