রাজ্যের খবর

শিবনিবাসের পর জগন্নাথ সরকারের বিরুদ্ধে পোস্টার শান্তিপুরে

Posters against Jagannath sarkar in Shantipur after Shivnivas

The Truth Of Bengal, মাধব দেবনাথ, নদিয়া:  শুধুমাত্র প্রার্থী তালিকায় নাম থাকার পরেই নয় প্রার্থী হওয়ার আগে থেকেই বিতর্ক তাড়া করে বেড়াচ্ছে রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সঙ্গে। দলেরই এক বিধায়ক তাঁর প্রার্থী হওয়ার ক্ষেত্রে পাঁচিল হয়ে দাঁড়িয়েছিলেন। দলের শীর্ষ নেতৃত্ব জগন্নাথ সরকারকে টিকিট দেওয়ায় রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমনি অধিকারী দলবদল করেন। বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের প্রতিপক্ষ হয়ে উঠেছেন এখন মুকুটমনি। ঘাসফুল প্রতীকে তিনি লড়াই নেমেছেন। নির্বাচিত সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই রানাঘাট লোকসভা কেন্দ্রের একাংশ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছিল। তাঁর নাম বিজেপির প্রার্থী তালিকায় থাকার পর থেকে সেই ক্ষোভ যেন আরও বেড়ে গিয়েছে।

প্রায় রোজরোজই কোথাও না কোথাও তাঁর নামে পোস্টার পড়ছে। বৃহস্পতিবার কৃষ্ণগঞ্জ-শিবনিবাস এলাকায় পোস্টার পড়েছিল জগন্নাথ সরকারের নামে। শনিবার শান্তিপুরের বিভিন্ন এলাকায় পোস্টারে পোস্টারে ছয়লালাপ। জগন্নাথ সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়েছে ওই পোস্টারে। এই শান্তিপুরের ভূমিপুত্র জগন্নাথ সরকার। আর সেখানেই পড়ল তার বিরুদ্ধে পোস্টার। গোটা ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিদায় সাংসদ জগন্নাথ সরকার গত পাঁচ বছরে সাধারণ মানুষের পাশে দাঁড়াননি। শুধু সাধারণ মানুষই নন, তার নিজের দলের কর্মী সমর্থকদের পাশেও ছিলেন না। ব্যক্তিগত স্বার্থে কাজ করেছেন। অন্যদিকে বিজেপির একাংশের দাবি নির্বাচনের আগে রাজনৈতিক ভাবে ষড়যন্ত্রের শিকার হচ্ছেন জগন্নাথ সরকার। দুর্নীতি এবং চরিত্র তুলে প্রাক্তন সাংসদ তথা বর্তমান বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের নামে শান্তিপুর শহরের প্রাণকেন্দ্রে পড়ল পোস্টার, রাজনৈতিক অস্থিরতা এবং চাঞ্চল্য গোটা শান্তিপুর জুড়ে। পোস্টার বিতর্ক যেন পিছু ছাড়ছে না রানাঘাট তবসিলি কেন্দ্রের প্রাক্তন সংসদ বর্তমান ওই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে। আগেরদিন নদিয়ার কৃষ্ণগঞ্জে যেমন চাঞ্চল্য ছড়ায় তেমনই চাঞ্চল্য ছড়াল শান্তিপুরে। সর্বক্ষণের জনবহুল এলাকা শান্তিপুরের প্রাণকেন্দ্র পাবলিক লাইব্রেরির সামনে এবং ঢিল ছোড়া দূরত্বে সুশ্রী সিনেমা হলের সামনে চারটি পোস্টার ঘিরে সকাল থেকেই সাধারণ মানুষের মধ্যে জল্পনা।

তৃণমূলের দাবি সাংসদের বিরুদ্ধে পোস্টার নতুন নয়। এর আগেও কখনো চাকরি সংক্রান্ত দুর্নীতি কখনো মহিলা সংক্রান্ত অবৈধ সম্পর্ক এ ধরনের নানা বিষয় উঠে এসেছে। তবে এক্ষেত্রে কোনোভাবেই তৃণমূল কংগ্রেস জড়িত নয়। কারণ তারা এই নোংরা রাজনীতিতে বিশ্বাসী নয়। প্রার্থী পছন্দ না হওয়ায় নিজেদের গোষ্ঠীদ্বন্বে জর্জরিত বিজেপি। তাই নিজেরাই পোস্টার মেরে তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে।

এ প্রসঙ্গে শান্তিপুর শহর বিজেপি সম্পাদক অঞ্জন বিশ্বাস জানান, তারা ইতিমধ্যেই সাংসদের সাথে কথা বলেছেন। নেতৃত্বরা মিলে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ জানাবেন।

FREE ACCESS

Related Articles