বালি পাচার কাণ্ডে ছাপাখানা ও তার মালিককে গ্রেপ্তার ময়ূরেশ্বর থানার পুলিশ
Police of Mayureshwar police station arrested printing press and its owner in case of sand smuggling

The Truth Of Bengal : পুলিশের চোখে ধুলো দিয়ে রমরমিয়ে চলছিল অবৈধ বালি পাচার। মূলত ময়ূরাক্ষী, অজয় নদী চর থেকে বালি পাচারের অভিযোগ ছিল দীর্ঘদিনের। কোমর বেঁধে নেমেছিল জেলা প্রশাসনও। তারপরে বালি পাচার আটক করতে গিয়ে ধরা পড়লো প্রশাসনের হাতে বালির চালান নকলকারী।
তিন হাজার টাকার চালান পাঁচশো টাকায়! রাস্তার পাশের দোকানে হাত গলিয়ে ‘বালি’ বললেই হুবহু আসল চালানের মতন ছাপ দেওয়া কাগজ মিলছিল এতদিন। বিষয়টি প্রকাশ্যে আসতেই মঙ্গলবার গভীররাতে ময়ূরেশ্বর থানার কলেশ্বরে হানা দিয়ে একটি ছাপাখানা ও তার মালিককে গ্রেপ্তার করল পুলিশ।ঘটনার সূত্রপাত বছর দেড়েক আগে।
সরকারি বালির চালান নকল করে তা বিক্রি করা হচ্ছিল কম দামে। দিব্যি কারবার চালাচ্ছিলেন কুনুটিয়া গ্রামের আলতামাস কবির মল্লিক। তাদেরকে আজ রামপুরহাট আদালতে তোলা হলে পাঁচ দিনের পি সি চেয়েছিলেন সরকারি আইনজীবী বিচারপতি তিন দিনের পি সি মঞ্জুর করেন।
FREE ACCESS