আসানসোলে নকল টাটা নুনের হদিস, চলছে পুলিশের ধারাবাহিক অভিযান
Police launch continuous operation to nab fake Tata salt in Asansol

Truth of Bengal: পশ্চিম বর্ধমানের আসানসোল শিল্পাঞ্চলে চাঞ্চল্য ছড়াল নকল টাটা নুন উদ্ধারকে ঘিরে। একাধিক বাজারে ‘টাটা’ লেবেল লাগানো নকল নুন বিক্রি হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে সোমবার অভিযান চালায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে প্রথমে নিয়ামতপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে নকল টাটা নুন উদ্ধার করে তারা। এরপর হীরাপুরেও হানা দেয় ইবি ও স্থানীয় থানা পুলিশ। সেখান থেকেও উদ্ধার হয় ব্র্যান্ডেড লেবেল লাগানো নকল নুনের বস্তা।
এই অভিযানে কুলটি ও হীরাপুর থানার পুলিশও সহায়তা করেছে। পুলিশ আরও জানিয়েছে, এই ভেজাল নুন মানবদেহের পক্ষে ক্ষতিকর হতে পারে। তাই এই নকল চক্রের মূল পান্ডাদের খুঁজে বের করে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পর আসানসোল ও তার আশেপাশের বাজারগুলোতে বাড়ছে পুলিশি নজরদারি। সাধারণ মানুষকেও সচেতন থাকার ও সন্দেহভাজন নুনের খবর পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।