কুলতলিতে এক ব্যক্তির রহস্যমৃত্যু, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ
Police investigate mysterious death of a man in Kultali, murder or suicide?

Truth Of Bengal: চা খাওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ পরিবারের। অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার কুলতলির জালাবেরিয়া ২ নম্বর অঞ্চলের পয়তার হাট সংলগ্ন কাঁকড়ার খালে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন কুলতলি ও বকুলতলা থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দারা সকালে নিজের প্রয়োজনে বাড়ি থেকে বার হলে তারা দেখতে পান কাঁকড়ার খালে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে। সঙ্গে সঙ্গে তারা খবর দেন কুলতলি ও বকুলতলা থানায়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
১১ ডিসেম্বর বুধবার সকাল ৯টা নাগাদ নয়নজনিতে যুবকের মৃতদেহ ভাসতে দেখা যায় বকুলতলা থানার বাইশহাটা অঞ্চলের দমদমা ও কুলতলি থানার জালাবেরিয়া ২ নম্বর অঞ্চলের পয়তার হাট সংলগ্ন কাঁকড়ার খালের ক্যালভাট এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ওই ব্যক্তি নাম অশ্বিনী বাঘ, বাড়ি বকুলতলা থানার মনিরতট অঞ্চলের পূর্ব খড়িবাড়িতে।
বাইশহাটা অঞ্চলের দমদমা গ্রামে তার ব্যবহৃত জিনিসপত্র পাওয়া যায়। তার দেহটি পয়তারহাট সংলগ্ন কাঁকড়ার খালের পাশে নয়নজনিতে ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। পুলিশের তরফে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।