রাজ্যের খবর

সাজ্জাকের অস্ত্রের জোগানদার হজরত, জেরা করে ফন্দি জানতে তৎপর পুলিশ

police arrests hazrat in gowalpokhor case

Truth Of Bengal: পলাতক বন্দি সাজ্জাক আলম বাংলাদেশে চলে যাওয়ার ফন্দি আঁটছিল। পুলিশ গতিবিধি আঁচ করেই  ধরার চেষ্টা করে।পাঞ্জিপারায় সাজ্জাক পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ পাল্টা প্রতিরোধ গড়লে বেঁধে যায় গুলির লড়াই।সেই গুলিতে শনিবার ভোরে মৃত্যু হয় সাজ্জাকের। নানা মহল থেকে জানার চেষ্টা হয়,খুনের আসামি সাজ্জাক জেলের মধ্যে আগ্নেয়াস্ত্র পেল কী করে ?

তদন্তে নেমে পুলিশ জানতে পারে সাজ্জাককে অস্ত্র দেওয়া হয় আদালত চত্বরে।আসামির হাতে আগ্নেয়াস্ত্র তুলে দেন শেখ হজরত।সেইমতো পুলিশ শেখ হজরতকে আদালতে তোলে।ইসলামপুর আদালত অভিযুক্তকে ১০দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়।

শেখ হজরতের বাড়ি গোয়ালপোখর থানার বলদিয়াভাষা এলাকায়।  করণদিঘি থানার ছোটসোহার গ্রামের বাসিন্দা সাজ্জাক। ২০১৯ সালে দুর্গাপুজোর নবমীর দিন সুরেশ দাস নামে এক জনকে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত ছিল ওই যুবক। এই ঘটনায়   শেখ হজরতের কী কী ভূমিকা ছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। আব্দুল হুসেন নামে আরও এক জন এই ঘটনায় যুক্ত। তাঁর খোঁজ এখনও চলছে।

Related Articles