সমাজসেবামূলক কাজের জন্য পঞ্চায়েত মন্ত্রী দিলেন ৫০ হাজার টাকা
Panchayat Minister gave 50 thousand rupees for social service work

Truth Of Bengal : দুর্গাপুর : রাহুল চট্টোপাধ্যায় : অত্যন্ত সুনামের সঙ্গে বিগত ১৩ বছর ধরে দুর্গাপুর সহ সংলগ্ন অঞ্চলে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে চলেছে দুর্গাপুর আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।
এই অসরকারি সমাজসেবামূলক সংগঠন ,শিক্ষা — ক্রীড়া ক্ষেত্রের পাশাপাশি শিশু ,কিশোর- কিশোরী ও প্রবীণ দের মধ্যে বিভিন্ন সময় ধারাবাহিকভাবে বহুবিধ সেবামূলক কাজ করে চলেছে ।
প্রতিবছর তারা দূর্গা পূজার প্রাক্কালে বস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করেন। চলতি বছরে ২০২৪ সাল উপলক্ষে ২০২৪ জনকে তারা বস্ত্র বিতরণের কর্মসূচি নিয়েছেন। আমফান সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তারা বিভিন্ন ত্রাণকার্য নিয়ে সহায়তা করেছেন, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন। বাঁকুড়া সহ জঙ্গলমহলেও বিভিন্ন কর্মসূচিও তারা পালন করেন। দু:স্থ, মেধাবী ছাত্রদের জন্য তাদের উদ্যোগে চলে কোচিং সেন্টার।
আগামী চার অক্টোবর দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে তারা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। সমাজ সেবামূলক সরকারি সংগঠন দুর্গাপুর আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি র পক্ষে সম্পাদক ইন্দ্রনাথ মুখার্জি, চেয়ারম্যান শিব সাগর উপাধ্যায়, অসীম কুমার সাহা তাদের সমাজ সেবামূলক বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আরো খবর কে বিস্তারিত জানালেন। মূলত দুর্গাপুর স্টিল প্লান্টের বর্তমান এবং প্রাক্তন কর্মচারী, আধিকারিক ও তাদের পরিবারের অধিকাংশ সদস্যরা এই সংগঠনের সদস্য । এছাড়াও দুর্গাপুর বাসীরাও তাদের সঙ্গে যুক্ত হয়েছেন। সুষ্ঠুভাবে বিভিন্ন কর্মসূচি সম্পাদনের জন্য প্রতিটি বিভাগের দায়িত্ব তাদের সদস্যদের মধ্যে বন্টন করা হয়।
দুর্গাপূজার সময় দুর্গাপুরের প্রতিটি মণ্ডপে তারা প্রবীণ প্রবীনাদের জন্য প্রতিমা দর্শনের বিশেষ ব্যবস্থা করে থাকেন।
তাদের সমাজ সেবামূলক বহুবিধ কাজের ভূয়সী প্রশংসা করলেন এলাকার বিধায়ক ও রাজ্যের সমবায়, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার। দুর্গাপুরে নিজের বিধায়ক দপ্তরে
তিনি বিভিন্ন সমাজ সেবামূলক কাজের জন্য তাদের হাতে ৫০ হাজার টাকার একটি চেক তুলে দিলেন। তিনি বলেন ,তাদের এই বিভিন্ন সমাজ সেবামূলক কাজে তাদের পাশে থাকতে পেরে তিনি আনন্দিত।