শ্রাবণ মাসের প্রথম সোমবার ভক্তদের ভিড় শিবনিবাস মন্দিরে
On the first Monday of the month of Shravan, devotees flock to the Shivnivas temple

The Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : শ্রাবণ মাসের প্রথম সোমবার নদিয়ার সীমান্তবর্তী শিবনিবাসে চলছে জল ঢালা। সকাল থেকেই কাতারে কাতারে ভক্তবৃন্দদের ভিড়।
আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর এই পুন্য তিথিতে সকলে দেবাদিদেব মহাদেবের পূজার্চনা করে থাকেন। সেরকমই নদীয়া জেলায় রয়েছে এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। শ্রাবণ মাসের প্রথম সোমবারে দেবাদিদেব মহাদেবের পুজো। আজ সোমবার শ্রাবণী তিথিতে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব লিঙ্গ যেটি মহারাজা কৃষ্ণচন্দ্র রায় প্রতিষ্ঠিত। এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ নদীয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে অবস্থিত। সেই শিব মন্দিরে চলছে সকাল থেকেই ভক্তবৃন্দের শিব পূজা অর্চনা।সকাল থেকেই অগণিত মানুষের ঢল নেমেছে মন্দির চত্বরে। চলছে শিবের মাথায় জল ঢালা।
শিবনিবাস মন্দির ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া কৃষ্ণগঞ্জ থানার অন্তর্ভুক্ত রয়েছে। গোটা শ্রাবণ মাস জুড়েই প্রশাসনের ভূমিকা তৎপর থাকার আশ্বাস দিয়েছে প্রশাসন। সমস্ত রকম দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য এবং ভক্তরা যাতে সুষ্ঠু ও স্বাভাবিকভাবে পুজো দিতে পারেন সেই দিকে প্রশাসনের সবসময় থাকবে। রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে এই শিব নিবাস মন্দিরের রয়েছে এক কাহিনী।
শত্রুদের আক্রমণের থেকে রক্ষা পেতে রাজা কৃষ্ণচন্দ্র একবার কৃষ্ণগঞ্জের মাজদিয়াতে এসে আশ্রয় নিয়েছিলেন। তখনই তিনি এই শিব নিবাস মন্দির প্রতিষ্ঠা করেন বলে জানা যায়। এবং সেই থেকে এখনও পর্যন্ত ভক্তিসহকারে প্রতিবছর পূজো হয়ে আসছে এই মন্দিরে।