রাজ্যের খবর

নেই গ্রিটিংস কার্ডের ক্রেতা, ডিজিটালের যুগেও পুরনো আবেগে ভাসবে খুদেরা

No more greeting card buyers, retailers will be swept away by old emotions even in the digital age

Truth Of Bengal: রাত পোহালেই ইংরেজি নববর্ষ। তবে ডিজিটাল যুগে আজ ব্রাত্য পুরোনো সেই আবেগ গ্রিটিংস কার্ড। একসময় ছোট থেকে বড় সকলেই এই কার্ড কিনতে অধীর অপেক্ষায় থাকত। মঙ্গলবার পসড়া থাকলেও নেই ক্রেতার ভিড়। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আজ মুখ ফিরিয়েছে, তারা জানাচ্ছেন বর্তমান প্রজন্মে মোবাইল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে চলে বর্ষবরণের আন্তরিক শুভেচ্ছা পাঠানো।

দোকানদাররা জানাচ্ছেন, আগে দিনরাত এক হয়ে যেত গ্রিটিংস কার্ড লিখতে বা ডিজাইন করতে। বর্তমানে ডিজিটাল যুগ আসার পরেই এখন গ্রিটিংস কার্ডের চাহিদা একদমই নেই। তবে তারা আশাবাদী, আগামী দিনে অর্থাৎ দু- একদিন পর থেকে বিক্রি বাড়তে পারে। তার কারণ, বিদ্যালয়ের সন্নিকটে দোকানগুলি সাজানো হয়েছে, ছোট ছোট ছেলেমেয়েরা তাদের নববর্ষের শুভেচ্ছা বন্ধুদের জানাতে কিনবে এই গ্রিটিংস কার্ড।

কয়েক বছর আগে ছিলনা স্মার্টফোনের বাড়বাড়ন্ত, প্রত্যেক বছর ইংরেজির নববর্ষের কথা মাথায় রেখে এই কার্ড কেনার হিরিক থাকতো ৮ থেকে ৮০ সকলের মধ্যে, কিন্তু এখন সেসব কোথায়? সব কিছুই অতীত। সময়ের সাথে সাথে রুচি পরিবর্তন হয়েছে ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রত্যেক মানুষের মধ্যে।

Related Articles