বিয়ের প্রস্তাবে না! যুবতীকে বাথরুম থেকে অপহরণের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে
No marriage proposal! The miscreants are accused of abducting the young woman from the bathroom

Truth Of Bengal : নদিয়া : মাধব দেবনাথ : আরজি কর কাণ্ডের পরেও থেমে নেই নারী নির্যাতন। এবার বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক যুবতীকে বাথরুম থেকে তুলে নিয়ে অপহরণ করার অভিযোগ এলাকারই দুষ্কৃতীদের বিরুদ্ধে। নদিয়ার শান্তিপুর থানার নৃসিংহপুর চৌধুরীপাড়া এলাকার ঘটনা। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
অভিযোগকারী সংগীতা মাহাতোর অভিযোগ, গতকাল রাত্রি ৭:৩০ নাগাদ তার মেয়ে বাথরুমে যায়। হঠাৎই মেয়ের চিৎকারের শব্দ শুনতে পারেন তিনি। বাইরে বেরিয়ে এসে দেখেন বাথরুম থেকে মেয়ে উধাও। এরপর এদিক ওদিক তন্নতন্ন করে মেয়েকে খুঁজে বেড়ান মা। তবুও সন্ধান মেলেনি। যুবতীর পরিবারের দাবি, তাদের মেয়েকে অনেক কষ্ট করে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন কিন্তু, প্রতিবেশী এক পরিবার তাদের ছেলের সাথে বিয়ে ঠিক করার প্রস্তাব দেয় বারংবার। মা সঙ্গীতা মাহাতোর রাজি হননি।
অভিযোগ, তারপর থেকেই বিভিন্নভাবে মেয়েকে উত্তপ্ত করার চেষ্টা করত প্রতিবেশী পরিবারটি। গতকাল রাতের ঘটনায় তারাই দোষী বলে অভিযোগ করছেন মা সংগীতা মাহাতো সহ গোটা পরিবার। যদিও গতকাল রাতেই শান্তিপুর থানার দ্বারস্থ হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে যুবতীর মা। আর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।