কলকাতারাজ্যের খবর

মুখ্যমন্ত্রীর সুপারিশে সিলমোহর, রাজ্যের চার বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

New vice-chancellors appointed at four universities in the state, on the recommendation of the Chief Minister

Truth Of Bengal: রাজ্যের চারটি বিশ্ববিদ্যালয়ে আচার্য হিসাবে নতুন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর সুপারিশ অনুযায়ী এই নিয়োগে সিলমোহর দিলেন তিনি।

কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিয়োগ পেলেন তপতী চক্রবর্তী। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে আসছেন জানে আলম। মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্বে থাকবেন সৌরাংশু মুখোপাধ্যায় এবং হিন্দি বিশ্ববিদ্যালয়ে নন্দিনী সাহু উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন।

এর আগে গত শুক্রবার, রাজ্যের ৬টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল। আজকের এই চারটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর পছন্দকে মান্যতা দেওয়ার ধারাবাহিকতা বজায় রাখলেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্যপাল এবং রাজ্য সরকারের মধ্যে সমন্বয়ের এই পদক্ষেপ রাজ্যের উচ্চশিক্ষা ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।

Related Articles